Gold Price Today: লক্ষ্মীবারেও বাড়ল সোনার দাম, সর্বকালীন রেকর্ড ভাঙল হলুদ ধাতুর দর

Gold Price Today: বেড়েই চলেছে সোনার দাম। বৃহস্পতিতে সর্বকালীন রেকর্ড ভাঙল সোনার দর।

| Edited By: | Updated on: Jan 05, 2023 | 12:10 PM
সোনার দামবৃদ্ধি দেখে মাথায় হাত ক্রেতাদের। নতুন বছরে লাগাতার বেড়েই চলেছে সোনার দাম (Gold Price Today)। বুধবারের পর বৃহস্পতিতেও বাড়ল সোনার দাম। তবে পরপর দু'দিন রুপোর দামে (Silver Price Today) কোনও পরিবর্তন দেখা যায়নি।

সোনার দামবৃদ্ধি দেখে মাথায় হাত ক্রেতাদের। নতুন বছরে লাগাতার বেড়েই চলেছে সোনার দাম (Gold Price Today)। বুধবারের পর বৃহস্পতিতেও বাড়ল সোনার দাম। তবে পরপর দু'দিন রুপোর দামে (Silver Price Today) কোনও পরিবর্তন দেখা যায়নি।

1 / 7
এ দিন সোনার দামের সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে হলুদ ধাতুর দর। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।

এ দিন সোনার দামের সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে হলুদ ধাতুর দর। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।

2 / 7
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 7
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

4 / 7
জানুয়ারির প্রথম থেকেই সোনার দাম বেড়ে চলেছে। এবার পরপর দু'দিন দাম কমল হলুদ ধাতুর। দাম কমল সোনার। আজ ১ কেজি রুপোর দাম কমে রয়েছে ৭১,৫০০ টাকা।

জানুয়ারির প্রথম থেকেই সোনার দাম বেড়ে চলেছে। এবার পরপর দু'দিন দাম কমল হলুদ ধাতুর। দাম কমল সোনার। আজ ১ কেজি রুপোর দাম কমে রয়েছে ৭১,৫০০ টাকা।

5 / 7
এদিন গত ১ বছরে এদিন সর্বোচ্চ হয়েছে সোনার দর। শুধু তাই নয় গত সাত বছরে সর্বোচ্চ হল সোনার দাম। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।

এদিন গত ১ বছরে এদিন সর্বোচ্চ হয়েছে সোনার দর। শুধু তাই নয় গত সাত বছরে সর্বোচ্চ হল সোনার দাম। এই এত হারে দামবৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।

6 / 7
এ দিন বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৪০.৫৩ মার্কিন ডলার। আর বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫২.২৩ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও চড়চড়িয়ে বাড়ছে সোনার দর।

এ দিন বিশ্ব বাজারেও বেড়েছে সোনার দাম। গতকাল বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৮৪০.৫৩ মার্কিন ডলার। আর বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৮৫২.২৩ মার্কিন ডলার। এর ফলে দেশীয় বাজারেও চড়চড়িয়ে বাড়ছে সোনার দর।

7 / 7
Follow Us: