Suvendu Adhikari: ‘শুভেন্দুর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত’, RSS-র মুখপত্রে বিরোধী দলনেতার ভূয়সী প্রশংসা
Suvendu Adhikari: প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। ইতিমধ্যে টার্গেটও সেট করে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, কয়েক সপ্তাহ আগেই বড় কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভগবৎ।

কলকাতা: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় আরএসএসের মুখপত্র স্বস্তিকায় শুভেন্দু অধিকারীর প্রশংসা। তা নিয়েই এবার নতুন চর্চা। ‘অর্ধমকে উৎখাত করতে শুভেন্দু অধিকারীর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত। তাঁকে অস্ত্র-বুদ্ধি-উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের। নইলে পাপের ঘরের চক্রব্যুহ ভেদ করা তাঁর একার পক্ষে সম্ভব নয়।’ এ কথাই লেখা হল স্বস্তিকায়। একইসঙ্গে আরও লেখা হল, ‘দ্ব্যর্থহীনভাবে নিজেকে হিন্দু বলে তুলেছেন শুভেন্দু অধিকারী। বর্তমান ভারতে এই সাচ্চা ভাবটাই প্রয়োজন।’
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছে পদ্ম শিবির। ইতিমধ্যে টার্গেটও সেট করে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, কয়েক সপ্তাহ আগেই বড় কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভগবৎ। করেছেন দফায় দফায় বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে তাতেই যেন বাড়তি অক্সিজেন পেয়েছে বাংলার পদ্ম ব্রিগেড।
এরইমধ্যে আবার হিন্দুত্ববাদের লাইনে হেঁটে সোজাসাপটা প্রচার কর্মসূচি নিয়ে ফেলেছে বিজেপি। ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি সরকার চাই’, গোটা রাজ্যেই এই লাইনে পোস্টার ফেলেছে পদ্ম শিবির। যা নিয়ে চাপানউতোরের অন্ত নেই। অন্যদিকে তৃণমূলের ‘তোষণের’ রাজনীতি নিয়েও লাগাতার তোপ দেগে চলেছেন বিজেপি বিধায়করা। পাল্টা আক্রমণ আসছে ঘাসফুল শিবির থেকেও। এই আবহে স্বস্তিকায় শুভেন্দুর প্রশংসা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।





