WITT: কোন পথে হবে ‘বিকশিত ভারত’? WITT-র মঞ্চে দিশা দেখাতে পারেন প্রধানমন্ত্রী
WITT: হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের তৃতীয় এই সংস্করণে নানা ইস্যুতে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে যেমন থাকতে পারে দেশের উন্নয়নের কথা। তেমনই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত নিয়ে লক্ষ্যের কথাও তুলে ধরতে পারেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকার কথাও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট। গতবছর তাঁর বক্তৃতায় আলোকিত হয়েছিল এই সম্মেলন। বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দিশা দেখিয়েছিলেন। টিভি৯ নেটওয়ার্ক টিমের প্রশংসাও করেছিলেন। এবার এই গ্লোবাল সামিটের তৃতীয় সংস্করণ। এই তৃতীয় সংস্করণেও হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের মঞ্চ আলোকিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ২৮ ও ২৯ মার্চ দিল্লির ভারত মণ্ডপমে এই গ্লোবাল সামিট হবে। সেখানে রাজনীতি ছাড়াও বিনোদন, ব্যবসা, সংস্কৃতি ও খেলাধূলা নিয়ে আলোচনা হবে। দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেবেন। সেখানে যেমন থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও ১১ জন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন। তেমনই থাকবেন পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী।
শুধু একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীই নয়। এই সম্মেলনে অংশ নেবেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। কেন্দ্রীয় সরকারের নীতি ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরবেন।
এই খবরটিও পড়ুন




২০২৪ সালে এই গ্লোবাল সামিট আলোকিত করেছিলেন প্রধানমন্ত্রী-
হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের তৃতীয় এই সংস্করণে নানা ইস্যুতে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে যেমন থাকতে পারে দেশের উন্নয়নের কথা। তেমনই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যের কথাও তুলে ধরতে পারেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকার কথাও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।
গত বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের নিউজ৯ গ্লোবাল সামিট আলোকিত করেছিলেন মোদী। সেখানে টিভি৯ নেটওয়ার্কের রিপোর্টিং টিমের প্রশংসা করেছিলেন। এরপর নভেম্বরে জার্মানিতে নিউজ৯ গ্লোবাল সামিটেও ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন তিনি।
গত বছর হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের নিউজ৯ গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, অস্ট্রেলিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট, এবং দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।





