Tariffs Cut: হার্লে ডেভিডসন বাইকের স্বপ্নপূরণ হবে এবার, সস্তা হতে পারে বার্বন হুইস্কি থেকে ওয়াইনও!
Import Duty: সূত্রের খবর, দুই দেশ শুল্ক কমানো নিয়ে কথা বলছে। নিজেদের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে চায় ভারত ও আমেরিকা। সেই কারণেই শুল্ক কমানোর চিন্তাভাবনা করছে।

নয়া দিল্লি: ট্যারিফ যুদ্ধে নেমেছে আমেরিকা। যে দেশ যে হারে ট্যারিফ বসাচ্ছে, তাদের উপরে সমান হারেই শুল্ক বসাবে আমেরিকা। ২ এপ্রিল থেকেই শুল্ক বসানোর কথা। ট্রাম্পের এই হুঁশিয়ারির মাঝেই খবর, ভারত আমেরিকার উপরে শুল্ক কমানোর পরিকল্পনা করছে। সূত্রের খবর, আমেরিকার একাধিক পণ্যে শুল্ক কমাতে পারে ভারত। এর মধ্যে রয়েছে হার্লে ডেভিডসন বাইক থেকে বার্বন হুইস্কি, ক্যালিফর্নিয়ান ওয়াইন।
সূত্রের খবর, দুই দেশ শুল্ক কমানো নিয়ে কথা বলছে। নিজেদের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে চায় ভারত ও আমেরিকা। সেই কারণেই শুল্ক কমানোর চিন্তাভাবনা করছে।
এর আগে সরকার হার্লে ডেভিডসন বাইকের উপরে ইমপোর্ট ডিউটি বা আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করে। সূত্রের খবর, এই শুল্ক আরও কমানোর চিন্তাভাবনা করছে সরকার। এর ফলে এই প্রিমিয়াম বাইক আরও সস্তা হয়ে যাবে।
একইভাবে গত মাসেই বার্বন হুইস্কির উপরেও শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করেছিল সরকার। সেই শুল্কও আরও কমানোর পরিকল্পনা করা হচ্ছে। কমানো হতে পারে ক্যালিফোর্নিয়ান ওয়াইনের শুল্কও।
সূত্রের খবর, শুধু দামি বাইক বা মদের উপরই নয়, ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য-কেমিক্যালের উপরও শুল্ক কমানো নিয়ে আলোচনা চলছে।





