Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স-নিফটি, সামান্য বেড়েছে নিফটি অটো!

Nifty 50-Sensex: আজ ১৮১ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স পড়ল ৭২৮ পয়েন্ট।

Share Market News: হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স-নিফটি, সামান্য বেড়েছে নিফটি অটো!
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 4:49 PM

মার্চের প্রথম ৩ সপ্তাহে রকেট গতি দেখানোর পর গতকাল ও আজ কিছুটা করে পড়ল ভারতের বাজার। আজ ১৮১ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স পড়ল ৭২৮ পয়েন্ট।

আজ পড়েছে ভারতের আরও অনেক সূচক। ৩৯৮ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৬৮৪ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ৬৪৫ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ২৪২ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। যদিও আজ যৎসামান্য বেড়েছে নিফটি অটো সূচক।

যদিও আজ বেড়েছে বেশ কিছু বিদেশি সূচক। ২৪৬ পয়েন্ট বেড়েছে জাপানি সূচক নিক্কেই। ১৩৯ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেংও।

আজ বাড়ল যারা:

আজ সর্বোচ্চ ১৯.০৫ শতাংশ বেড়েছে ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন। এ ছাড়াও বেড়েছে কাপ্রি গ্লোবাল ক্যাপিটাল, জেনাস পেপার অ্যান্ড বোর্ডস, পিল ইটালিকা লাইফস্টাইল, লুম্যাক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ পড়েছে এনডিএল ভেঞ্চার্স, সালসার টেকনো ইঞ্জিনিয়ারিং, বিএলবি লিমিটেড, লোটাস আই হসপিটাল অ্যান্ড ইন্সটিটিউট ও বিনীত ল্যাবরেটরিজের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ১০ টাকা ডিভিডেন্ড দিয়েছে টিভিএস মোটরস।
  • শেয়ার প্রতি ৩ টাকা ৬০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে RECL
  • ২০:১ অনুপাতে বোনাস দিয়েছে বিটা ড্রাগস।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে এসবিআই কার্ডস, চম্বল ফার্টিলাইজার্স ও অবন্তী ফিডস।
  • অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে হ্যাপিয়েস্ট মাইন্ডস, স্টার হেলথ ও ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।

*২৬ মার্চ বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।