Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: লন্ডন সফর শেষে বাংলায় ফিরলেন মুখ্যমন্ত্রী, হাত নেড়ে উঠে পড়লেন কনভয়ে

CM Mamata Banerjee: উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) সন্ধে নাগাদ দুবাই হয়ে লন্ডন রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণেই সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেখানে পৌঁছন তিনি। ছিলেন বাকিংহাম প্যালেসের কাছে একটি হোটেলে।

CM Mamata Banerjee: লন্ডন সফর শেষে বাংলায় ফিরলেন মুখ্যমন্ত্রী, হাত নেড়ে উঠে পড়লেন কনভয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 8:21 PM

কলকাতা: লন্ডন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি ছিল তাঁর। সেই সব শেষ করে শনিবারই কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সন্ধে সাতটা নাগাদ বিমানবন্দরে নামেন তিনি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মীরা। ব্যানার হাতে উপস্থিত ছিলেন সকলে।

আজ কলকাতা নামার পর নিজের কনভয় নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু একবার হাত নেড়ে নিজের গাড়িতে উঠে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত শনিবার (২২ মার্চ) সন্ধে নাগাদ দুবাই হয়ে লন্ডন রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণেই সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার সেখানে পৌঁছন তিনি। ছিলেন বাকিংহাম প্যালেসের কাছে একটি হোটেলে। তবে শুধু কেলগ কলেজে বক্তৃতা নয়। যোগ দিয়েছিলেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। সেখানে উপস্থিত ছিলেন তাবড়-তাবড় শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী নিজের বক্তৃতায় বাংলায় লগ্নি টানার চেষ্টা করেছিলেন। বুঝিয়েছিলেন কেন শিল্প তৈরির আদর্শ জায়গা এই বাংলা।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কলকাতা থেকে লন্ডনে সরাসরি যাতে বিমান চলাচল করে সেই অনুরোধ করেন ভারতীয় দূতাবাসের কাছে। হাই কমিশনার দোরাইস্বামীকে বলেছিলেন এতে যোগাযোগের সুবিধা হবে। এরপর বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজের আমন্ত্রণে ‘সামাজিক উন্নয়ন’ বিষয় নিয়ে বক্তৃতা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। তবে বক্তৃতা চলার সময় দেখা যায় কয়েকজন পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান। প্রসঙ্গ তোলেন আরজি করের। তৃণমূলের দাবি,বিক্ষোভকারীরা এসএফআই করেন। তবে বিক্ষোভের মধ্যেও নিজেকে সংযত রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, “ধন্যবাদ, আমাকে এই ভাবে স্বাগত জানানোর জন্য। এটা গণতন্ত্র। আপনারা নিজেদের দাবিগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন।” এই সমস্ত একাধিক কর্মসূচি সেরে শনিবার বাংলায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।