Ravichandran Ashwin: ‘দল থেকে নয়, কিন্তু…’, অশ্বিনকে নিয়ে CSK-কে পরামর্শ শ্রীকান্তের
IPL 2025, Chennai Super Kings: অবশ্য লিগের শুরুর দিকে এমন হার খুব একটা দুর্ভাবনার বিষয় নয়। ফিরতি লিগে সেরাটা দিতে পারলে আবার ফিরে আসা যায় লড়াইয়ে। চেন্নাই অবশ্য এখন থেকেই ধারাবাহিকতা খুঁজছে।

কলকাতা: আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। পাঁচবার ট্রফি জিতেছে মহেন্দ্র সিং ধোনির টিম। আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও তারপর থেকে আর জয়ের মুখ দেখেনি চেন্নাই। টানা ২ ম্যাচে পরপর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের মুখ দেখেছে তারা। একটি জয় এবং দুটি হারের মুখে পড়ে পয়েন্টস টেবলে ৭-এ চেন্নাই। অবশ্য লিগের শুরুর দিকে এমন হার খুব একটা দুর্ভাবনার বিষয় নয়। ফিরতি লিগে সেরাটা দিতে পারলে আবার ফিরে আসা যায় লড়াইয়ে। চেন্নাই অবশ্য এখন থেকেই ধারাবাহিকতা খুঁজছে।
ওপেনিং জুটি নিয়ে সমস্যার মধ্যে রয়েছে সিএসকে। তিন ম্যাচের কোনওটিতেই দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও রাহুল ত্রিপাঠী দলকে ভালো শুরু দিতে পারেননি। কেন এই ব্যর্থতা, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। ভারতের প্রাক্তন ওপেনার এবং কোচ কৃষ্ণমাচারি শ্রীকান্ত এ বার এ নিয়ে খুললেন মুখ। পরবর্তী ম্যাচগুলির জন্য দলে জেমি ওভার্টনের বদলে ডেভন কনওয়েকে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও তিনি অশ্বিনকে দল থেকে বাদ না দেওয়ার পাশাপাশি পাওয়ার প্লে-তে বল না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
শ্রীকান্ত বলেছেন,’জেমি ওভার্টনের জায়গায় ডেভন কনওয়েকে খেলানো উচিত। রাহুল ত্রিপাঠীকে বাদ দিয়ে অংশুল কম্বোজকে দলে আনা উচিত। অশ্বিনের ব্যাপারে বলতে হলে বলব, ওকে দল থেকে এখনই বাদ দেওয়ার দরকার নেই। কিন্তু ওকে পাওয়ার প্লে-তে বল না দেওয়াই ভালো। বরং জাডেজা এবং নুর আহমেদের সঙ্গে ৭ থেকে ১৮ ওভারের মধ্যে ও-ও কার্যকরী ভূমিকা নিতে পারে। ওরা সহজেই ১০ ওভার কাটিয়ে দিতে সক্ষম।’ তিনি আরও বলেছেন,’আমি শিবম দুবেকে ১১ জনের দলে আর আন্দ্রে সিদ্ধার্থ-কে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখব। মুকেশ চৌধুরীও ভালো বিকল্প হতে পারে।’ পাঁচ-বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস শনিবার চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালসের।





