Meat Selling Ban: ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ, রাম নবমীতে রাজ্যজুড়েই বন্ধ থাকবে মাংসের দোকান, এল কড়া নির্দেশ
Ram Navami: রাম নবমীর জন্যও বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জায়গাতেই সেদিন মাংস বিক্রি বন্ধ রাখতে হবে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

লখনউ: চৈত্র নবরাত্রি ও রাম নবমীর আগেই জারি কড়া নিয়ম। নিষিদ্ধ করা হল মাংস বিক্রি। রাজ্য জুড়েই বিক্রি করা যাবে না মাংস। এমনটাই নির্দেশ দিলেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।
আজ, রবিবার থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। আগামী ৬ এপ্রিল আবার নবরাত্রি রয়েছে। তার আগেই যোগীরাজ্য মাংস বিক্রি নিয়ে নিয়মেক কড়াকড়ি শুরু হল। রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, কোনও ধর্মীয় স্থানের ৫০০ মিটার দূরত্বের মধ্যে মাংসের দোকান খোলা রাখা যাবে না। নবরাত্রির এই নয়দিনই নিয়ম মানতে হবে।
রাম নবমীর জন্যও বিশেষ নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জায়গাতেই সেদিন মাংস বিক্রি বন্ধ রাখতে হবে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বেআইনি কসাইখানাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে।
রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের মুখ্যসচিব অমৃত অভিজিৎ জানিয়েছেন যে ইতিমধ্যেই সকল জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারদের বেআইনি কসাইখানা বন্ধ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় স্থানের কাছে অবস্থিত দোকানেও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম মানা হচ্ছে কি না, তার জন্য জেলাস্তরে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, স্বাস্থ্য, পরিবহন ও খাদ্য় সুরক্ষা দফতরের আধিকারিকরা নজরদারি চালাবেন।
নির্দেশিকায় সাফ বলা হয়েছে, নবরাত্রির সময় ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনও মাছ-মাংস বিক্রি করা যাবে না। ওই অঞ্চলের বাইরেও একমাত্র লাইসেন্স প্রাপ্ত দোকানগুলিতেই বিশেষ শর্তে মাছ-মাংস বিক্রি করা যাবে। প্রকাশ্যে কোনওভাবে আমিষ বিক্রি করা যাবে না। রাম নবমীর দিন রাজ্য জুড়েই সমস্ত মাছ-মাংসের দোকান বন্ধ রাখতে হবে।





