Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Semen Production: শরীরে পর্যাপ্ত বীর্য উৎপাদন হয় না? কোন কোন রোগের লক্ষণ হতে পারে জানেন?

Semen Production: গবেষকরা দেখেন প্রায় অর্ধেক পুরুষের শুক্রাণুর সংখ্যা কম ছিল এবং স্বাভাবিক শুক্রাণুর সংখ্যার তুলনায় তাদের শরীরে চর্বি বেশি হওয়ার সম্ভাবনা ১.২ গুণ বেশি।

Semen Production: শরীরে পর্যাপ্ত বীর্য উৎপাদন হয় না? কোন কোন রোগের লক্ষণ হতে পারে জানেন?
Follow Us:
| Updated on: Mar 30, 2025 | 11:53 AM

শুক্রাণুর সংখ্যা কম থাকা কেবল পুরুষদের বন্ধ্যাত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরুষদের অসুস্থতার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।

গবেষকদের মতে, একজন পুরুষের বীর্যের সংখ্যা তার সাধারণ স্বাস্থ্যের একটি সূচক এবং উর্বরতার মূল্যায়ন। তাঁদের স্বাস্থ্য মূল্যায়ন এবং রোগ প্রতিরোধের জন্য অনন্য সুযোগ দেয়।

ইতালির ব্রেসিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং প্রধান লেখক আলবার্তো ফেরলিন বলেন, “আমাদের গবেষণায় স্পষ্টভাবে দেখা গিয়েছে যে শুক্রাণুর সংখ্যা কম থাকা বিপাকীয় পরিবর্তন, হৃদরোগের ঝুঁকি এবং হাড়ের ভর কম থাকার সঙ্গে সম্পর্কিত।”

পাডোভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফার্লিন বলেন, “বন্ধ্যাত্ব পুরুষদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।”

ENDO 2018: The Endocrine Society’s 100th Annual Meeting and Expo-তে উপস্থাপিত এই গবেষণার জন্য, গবেষকরা বন্ধ্যাত্ব দম্পতিদের ৫,১৭৭ জন পুরুষ সঙ্গীর উপর গবেষণা করেন।

গবেষণায় অংশগ্রহণকারী সকল পুরুষের শুক্রাণু বিশ্লেষণ করা হয়েছিল, যার মধ্যে তাদের প্রজনন হরমোন অন্তর্ভুক্ত ছিল।

গবেষকরা দেখেন প্রায় অর্ধেক পুরুষের শুক্রাণুর সংখ্যা কম ছিল এবং স্বাভাবিক শুক্রাণুর সংখ্যার তুলনায় তাদের শরীরে চর্বি বেশি হওয়ার সম্ভাবনা ১.২ গুণ বেশি। উচ্চ রক্তচাপ, খারাপ কোলেস্টেরল(LDL) এবং ট্রাইগ্লিসারাইড মাত্রা বেশি ছিল। ভালো কোলেস্টেরল(HDL) মাত্রা কম।

গবেষকরা জানিয়েছেন, তাদের মধ্যে মেটাবলিক সিনড্রোমের প্রবণতা বেশি ছিল। যা ডায়াবেটিস, হৃদরোগ এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ায়।

ইনসুলিন প্রতিরোধের একটি পরিমাপ, যা ডায়াবেটিসের কারণ হতে পারে, তাও কম শুক্রাণুর সংখ্যাযুক্ত পুরুষদের মধ্যে বেশি ছিল।

গবেষকরা দেখেছেন যে, কম শুক্রাণুর সংখ্যাযুক্ত পুরুষদের হাইপোগোনাডিজম বা টেস্টোস্টেরনের মাত্রা কম হওয়ার ঝুঁকি ১২ গুণ বেড়ে যায়।

হাড়ের ঘনত্ব স্ক্যানে দেখা গেছে যে, কম টেস্টোস্টেরনযুক্ত পুরুষদের অর্ধেকেরই অস্টিওপোরোসিস বা কম হাড়ের ভর ছিল, যা অস্টিওপোরোসিসের সম্ভাব্য পূর্বসূরী হতে পারে।