Pamban Bridge Inauguration: রামনবমীতে মন্দিরে পুজো দিয়ে পামবান সেতু উদ্বোধন করবেন মোদী
Pamban Bridge Inauguration: সেই পুরনো রেল ব্রিজটি বন্ধ হতেই নতুন ব্রিজ তৈরি করতে নেমে পড়ে কেন্দ্র। যা উদ্বোধন হতে চলেছে আগামী মাসে। অত্য়াধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় খুব সহজেই প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে এই নতুন রেল সেতু হয়ে ছোটানো যাবে ট্রেনগুলি।

রামেশ্বরাম: রামনবমী ঘিরে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী মোদীর। আগামী মাসের ৬ এপ্রিল দেশজুড়ে পালন হবে রামনবমী। তার আগেই আসরে দেশের শাসক-বিরোধী নেতারা। এই আবহেই প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, রামনবমীর দিন রামেশ্বরামের রামানাথাস্বামী মন্দিরে পুজো দেবেন মোদী। তারপরই সেখান থেকে চলে যাবেন সদ্য নির্মিত পামবান রেল সেতু উদ্বোধনে।
সম্প্রতি, রমজান মাস উপলক্ষে ইদের আগে দেশের ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের হাতে ‘বিশেষ উপহার’ তুলে দিয়েছেন মোদী। বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে দরিদ্র পরিবারগুলির কাছে পাঠানো হয়েছে মোদীর এই উপহার। এবার ইদে উপহারের পাশাপাশি, রামনবমীতে পুজো দিতেও দেখা যাবে প্রধানমন্ত্রীকে। পাশাপাশি, সেই একই দিনে উদ্বোধন হবে পামবান সেতুও।
কী এই সেতু?
ভারতীয় ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরাম বা পামবান দ্বীপকে জুড়তেই তৈরি হয়েছে এই নতুন রেলব্রিজ। সমুদ্রের উপরেই তৈরি হয়েছে নতুন সেতু। যা নির্মাণে খরচ পড়েছে মোট ৫৩৫ কোটি টাকা। গত মাসেই এই রেল সেতুতে হয়ে গিয়েছে প্রথম ট্রায়াল রান। এবার আগামী মাসেই ‘পবিত্র দিনে’ উদ্বোধন হবে এই সেতুর।
কী বিশেষ সুবিধা রয়েছে এই সেতুতে?
পামবান দ্বীপকে জুড়তে কেন্দ্র যে এই প্রথম রেলসেতু নির্মাণ করছে এমনটা নয়। ভারতীয় ভূখণ্ড ও ওই দ্বীপের মধ্যে রয়েছে একটি যানবাহন চলাচলের সেতু, যা ইন্দিরা পয়েন্ট নামে খ্য়াত। পাশাপাশি, রয়েছে পুরনো পামবান ব্রিজ। যা নানা যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ হয়েছে ২০২২ সালে।
সেই পুরনো রেল ব্রিজটি বন্ধ হতেই নতুন ব্রিজ তৈরি করতে নেমে পড়ে কেন্দ্র। যা উদ্বোধন হতে চলেছে আগামী মাসে। অত্য়াধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় খুব সহজেই প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে এই নতুন রেল সেতু হয়ে ছোটানো যাবে ট্রেনগুলি। পাশাপাশি, জাহাজ পারাপার করানোর জন্য মাঝখান থেকে ১৭ মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে ব্রিজটি।





