বিলগ্নিকরণে সায় মন্ত্রিসভার, একধাক্কায় বাড়ল আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার

চলতি অর্থ বছরের বাজেট বক্তৃতায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটি বীমা কোম্পানির বেসরকারিকরণের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী।

বিলগ্নিকরণে সায় মন্ত্রিসভার, একধাক্কায় বাড়ল আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 06, 2021 | 2:03 PM

নয়া দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে শেয়ারের দাম বাড়ল আইডিবিআই ব্যাঙ্কের। বুধবার এই ব্যাঙ্কের বিলগ্নিকরণে সায় দিয়েছে মন্ত্রিসভা। আর তার জেরেই এক লাফে ১৪ শতাংশ শেয়ার বেড়েছে এই ব্যাঙ্কের। কেন্দ্রের তরফে এক বিবৃইতে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলগ্নিকরণের ক্ষেত্রে সায় দিয়েছে।

এই ব্যাঙ্কে কেন্দ্রীয় সরকার ও এলআইসি-র কতটা শেয়ার থাকবে তা নিয়ে পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র ও এলআইসি একসঙ্গে এই ব্যাঙ্কের ৯৪ শতাংশ শেয়ারের অধিকারী। এর মধ্যে এলআইসি-র হাতে আছে ৪৯.২১ শতাংশ শেয়ার।

২০২১-২২-এর কেন্দ্রীয় বাজেটে এই বিষয়টি রেখেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ব্যাঙ্কের শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছিলেন তিনি। আর সেই সব ব্যাঙ্কের তালিকায় ছিল এই আইডিবিআই ব্যাঙ্কের। তিনি আরও বলেছিলেন, আইডিবিআই ব্যাঙ্ক ছাড়াও আরও দুটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কে ও একটি বীমা সংস্থার বেসরকারিকরণ হবে। বুধবার এই ঘোষণার পর বৃহস্পতিবার সকালে এই ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়ে যায়।

চলতি অর্থ বছরের বাজেট বক্তৃতায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটি বীমা কোম্পানির বেসরকারিকরণের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি বাজারে খাটানো হবে এলআইসির টাকা। এমন ঘোষণাও করেন তিনি। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মূলধন বাড়াতে এই সিদ্ধান্ত বলে বাজেট বক্তৃতায় জানিয়েছিলেন অর্থমন্ত্রী। অর্থনীতিবিদরা বলেছিলেন, এই প্রক্রিয়া শুরু হলে সরকারের হাতে থাকা ওই দুটি ব্যাঙ্কের ৫১% লভ্যাংশ কমানো হবে। বাড়ানো হবে বেসরকারি সংস্থা বা অধিগ্রহণকারী সংস্থার লভ্যাংশ। এখন প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫১% লভ্যাংশ রয়েছে কেন্দ্রের হাতে। যদিও ব্যাঙ্ক বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করেছে ব্যাঙ্ককর্মী এবং অফিসার সংগঠন।