Bank Holiday: অগস্ট মাসে বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন তালিকা
শনি ও রবিবার ছাড়াও অগস্ট মাসে রয়েছে একাধিক ছুটি। এর জেরে বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। গোটা অগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
নয়াদিল্লি: অগস্ট মাস জুড়ে রয়েছে একাধিক অনুষ্ঠান। শনি ও রবিবার ছাড়াও তাই অগস্ট মাসে রয়েছে একাধিক ছুটি। এর জেরে বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। গোটা অগস্ট মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। তাই অগস্ট মাস ব্যাঙ্কে কোনও কাজ থাকলে আগে ভাগে জেনে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। নাহলে ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরে আসতে হতে পারে।
- ৬ অগস্ট ওই মাসের প্রথম রবিবার। ওই দিন দেশের সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে।
- ৮ অগস্ট সিকিমে পালিত হয় তেনডং লো রাম ফাট। এই উৎসব উপলক্ষ্যে সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- মাসের দ্বিতীয় শনিবার হিসাবে ২১ অগস্ট গোটা দেশের বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৩ অগস্ট রবিবারের ছুটি।
- ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- পার্সি নতুন বছরের জন্য ১৬ অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে মুম্বই, নাগপুর, বেলাপুরে।
- ১৮ অগস্ট অসমে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।
- ২০ অগস্ট রবিবার হিসাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- ২৬ অগস্ট মাসের চতুর্থ শনিবার হিসাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৭ অগস্ট রবিবার বলে বন্ধ ব্যাঙ্ক।
- ২৮ এবং ২৯ অগস্ট ওনামের জন্য কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- ৩০ অগস্ট রাখী বন্ধন উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশের বিভিন্ন প্রান্তে।