Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BEML Signs MoU: ভারতের ট্র্যাকে ছুটবে ‘জার্মান’ ট্রেন? বহুজাতিক সংস্থার সঙ্গে সাক্ষর হল চুক্তি!

BEML Signs MoU: এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অনেকটাই মুনাফা পড়েছে BEML-এর। গত বছর তৃতীয় ত্রৈমাসিকে তাদের মুনাফার পরিমাণ ছিল প্রায় ৪৮ কোটি টাকা। যা এই বছর এসে ঠেকেছে ২৪ কোটি টাকায়।

BEML Signs MoU: ভারতের ট্র্যাকে ছুটবে 'জার্মান' ট্রেন? বহুজাতিক সংস্থার সঙ্গে সাক্ষর হল চুক্তি!
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Mar 15, 2025 | 7:13 PM

নয়াদিল্লি: ভারতের বুক চিরে এবার চলবে জার্মান ও ইটালি প্রযুক্তির ট্রেন? বুধবারের পর এমনটাই জল্পনা তৈরি হল দেশজুড়ে। গত কয়েক বছরে দেশের রেল পরিষেবা ঘিরে যে উন্নয়নের জোয়ার তৈরি হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। বন্দে ভারত থেকে শুরু করে অমৃত ভারত। রেল পরিষেবাকে ‘প্রিমিয়াম’ করতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক।

তবে এই উন্নয়নযজ্ঞ এখনই থামছে না, এবার তাও স্পষ্ট করে দিল তারা। ভারতের নানা রুটে এবার হয়তো দেখা যাবে, বিদেশি প্রযুক্তির তৈরি ট্রেন। বুধবার জার্মান অটোমেশন কোম্পানি ‘সিমান’-এর সঙ্গে একটি সমঝোতাপত্র বা মউ (MoU) সাক্ষর করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভারস লিমিটেড (BEML)।

দেশের অন্দরে যৌথ উদ্যোগে সেমি হাইস্পিড ট্রেন তৈরি করতে চলেছে তারা। এছাড়াও, কাজ করবে মেট্রো ও লোকাল ট্রেনের উন্নয়নেও। এই সমঝোতাপত্র প্রসঙ্গে BEML-এর কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, ‘BEML ও Siemens ইন্ডিয়া আগামী কয়েক বছরে দেশের যাত্রীবাহী সাধারণ ট্রেন ও হাইস্পিড ট্রেন নিয়ে নানা উন্নয়নমূলক কাজ করতে চলেছে।’ তবে শুধুই সিমেন (Siemens) নয়। ড্র্যাগফ্লো নামক একটি ইটালির সংস্থার সঙ্গেও বুধবার মউ চুক্তি সাক্ষর করেছে তারা।

প্রসঙ্গত, এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অনেকটাই মুনাফা পড়েছে BEML-এর। গত বছর তৃতীয় ত্রৈমাসিকে তাদের মুনাফার পরিমাণ ছিল প্রায় ৪৮ কোটি টাকা। যা এই বছর এসে ঠেকেছে ২৪ কোটি টাকায়। এমনকি, শুধুই মুনাফা নয়। এই তৃতীয় ত্রৈমাসিকে পড়ে গিয়েছে তাদের মোট আয়ও। গত বছর এই সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের আয় ছিল হাজার কোটি টাকা। যা এখন এসে ঠেকেছে ৮৭৬ কোটি টাকায়।