Delhi High Court: দেশীয় জুতোয় নামী কোম্পানির নাম ও লোগো ব্যবহার, আগ্রার কোম্পানিকে ১০ লক্ষ টাকা জরিমানা
Delhi High Court: আদালত আরও জানিয়েছে, নিম্নমানের পণ্যে 'PUMA' নাম এবং লোগো ব্যবহারের ফলে PUMA-র ব্র্যান্ড নামের বদনাম হয়েছে। এছাড়া জনসাধারণও ব্র্যান্ডেড পণ্য অনুমান করে অতিরিক্ত দাম দিয়েছে। তাই এই ধরনের নকল পণ্যের বিক্রয় এমনকি জনস্বার্থেরও পরিপন্থী।
নয়া দিল্লি: জার্মানির ক্রীড়া সামগ্রীর একটি অন্যতম ব্র্যান্ড হল ‘পুমা’ (PUMA)। সেই পুমা-র নাম ও লোগো জাল করে স্পোর্টস-জুতো তৈরি ও ব্রিক্রি করার অভিযোগে কাঠগড়ায় উঠেছে আগ্রার জুতো তৈরির একটি কোম্পানি। শুধু কাঠগড়ায় ওঠা নয়, ওই কোম্পানিকে ১০ লক্ষ টাকার জরিমানাও ধার্য করেছে দিল্লি হাইকোর্ট (Delhi High court)। জার্মানি সংস্থা পুমা-কে ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য ওই কোম্পানিকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম. সিং।
আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছর পুমা-র তরফে আইনজীবী আগ্রার কোম্পানি ‘কুমকুম শ্যুজ’-এর মালিক অশোক কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অশোক কুমারের বিরুদ্ধে অভিযোগ, জার্মানের জুতো কোম্পানি পুমা-র নাম ও লোগো জাল করে কুমকুম শ্যুজ-এর জুতোয় লাগিয়ে বিক্রি করা হচ্ছে। অবিলম্বে এই বিক্রির উপর স্থগিতাদেশ জারি করার আবেদন জানায় পুমা। এরপর ঘটনার তদন্তভার দেওয়া হয় স্থানীয় পুলিশ কমিশনারকে। তারপর তদন্তে নেমে দেখা যায়, পুমা-র অভিযোগ সত্য। গত বছরের সেপ্টেম্বরে পুমা-র ট্রেডমার্ক দেওয়া জুতো বিক্রি ও উৎপাদনের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে আদালত। এরপর দীর্ঘ তদন্তের পর গত শুক্রবার আদালত অশোক কুমারকে পুমা-র ট্রেডমার্ক দেওয়া জুতো বিক্রি ও উৎপাদনের ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। এবার পুমা-র নাম ও লোগো ব্যবহারের জন্য ১০ লক্ষ টাকা এই জার্মান কোম্পানিকে দেওয়ার নির্দেশ দিল আদালত।
আদালত আরও জানিয়েছে, নিম্নমানের পণ্যে ‘PUMA’ নাম এবং লোগো ব্যবহারের ফলে PUMA-র ব্র্যান্ড নামের বদনাম হয়েছে। এছাড়া জনসাধারণও ব্র্যান্ডেড পণ্য অনুমান করে অতিরিক্ত দাম দিয়েছে। তাই এই ধরনের নকল পণ্যের বিক্রয় এমনকি জনস্বার্থেরও পরিপন্থী।