AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Economy: ৪০ হাজার কোটির ব্যবসা, লক্ষাধিক কর্মসংস্থান! বাংলার অর্থনীতিকে কীভাবে বাঁচিয়ে রাখে দুর্গাপুজো?

West Bengal in Durga Puja: দুর্গাপুজো মানে কি শুধুই আনন্দ? মা দুর্গার কাছে শুধুই দুষ্টের দমন আর শিষ্টের পালনের আবেদন? আসলে দুর্গাপুজোর মতো UNESCO Intangible Cultural Heritage of Humanity তালিকাভুক্ত উৎসববের সঙ্গে জড়িয়ে থাকে আর্থ-সামাজিক অনেক কিছুই।

Durga Puja Economy: ৪০ হাজার কোটির ব্যবসা, লক্ষাধিক কর্মসংস্থান! বাংলার অর্থনীতিকে কীভাবে বাঁচিয়ে রাখে দুর্গাপুজো?
Image Credit: PTI
| Updated on: Sep 14, 2025 | 4:40 PM
Share

কথায় বলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি। কিন্তু দুর্গাপুজো মানে কি শুধুই আনন্দ? মা দুর্গার কাছে শুধুই দুষ্টের দমন আর শিষ্টের পালনের আবেদন? আসলে দুর্গাপুজোর মতো UNESCO Intangible Cultural Heritage of Humanity তালিকাভুক্ত উৎসববের সঙ্গে জড়িয়ে থাকে আর্থ-সামাজিক অনেক কিছুই। যেমন দুর্গাপুজো এই বঙ্গের অর্থনীতিকে দারুণভাবে প্রভাবিত করে। ব্রিটিশ কাউন্সিলের গবেষণা বলছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের ক্রিয়েটিভ অর্থনীতি রাজ্যের মোট জিডিপির ২.৫ শতাংশের বেশি অবদান রাখে। অঙ্কটা অবশ্যই চমকে দেওয়ার মতো।

টাকার স্রোত কোথায় কোথায়?

পুজোর কয়েক মাস আগে থেকেই বাড়তে থাকে সাধারণ মানুষের খরচের। বাড়তে থাকে লেনদেন। রিটেল সেক্টরে এই সময় প্রায় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা হয়। জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য, সবকিছুর চাহিদাই থাকে তুঙ্গে। তথ্য বলছে, ২০২৩ সালে কলকাতার রেস্তোরাঁ ও বারগুলোর আয় পুজোর কয়েকদিনেই ১ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল

শুধু খরচ নয়, রোজগারও

পুজোর সব কাজ সামাল দিতে প্রয়োজন হয় প্রচুর মানুষের। প্যান্ডেল শিল্পী থেকে কুমোরটুলির মৃৎশিল্পী, ইলেকট্রিশিয়ান থেকে ঢাকি; প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুজোর সময় প্রায় ৩ লক্ষ অস্থায়ী কর্মসংস্থান তৈরি হয়। পুজোর অর্থনীতি গ্রামীণ এলাকার অনেক পরিবারকে সারা বছর বেঁচে থাকার রসদ জোগায়।

বদলে যাওয়া পর্যটন

২০২১ সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে কলকাতার দুর্গাপুজো এখন এক আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমান। এর ফলে হোটেল, বিমান সংস্থা এবং স্থানীয় পরিবহণের ব্যবসাও বিপুল লাভবান হয়।

সব মিলিয়ে, দুর্গাপুজো এখন আর উৎসব নয়। এটি পশ্চিমবঙ্গের অর্থনীতির এক চালক। যা প্রতি বছর রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলে।