EPFO: চাকরি বদল করেও PF অ্যাকাউন্ট ট্রান্সফার হচ্ছে না? কী করলে সমস্যা মিটবে, জানুন
EPFO Update: যখন কোনও ব্য়ক্তি চাকরি বদল করেন, তার পিএফ অ্যাকাউন্টও ট্রান্সফার হয়। যদি এই অ্যাকাউন্ট ট্রান্সফার না হয়, তাহলে এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট জমা পড়াও বন্ধ হয়ে যায়। করের সুবিধাও পাওয়া যায় না।

নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয় প্রভিডেন্ট ফান্ড। শুধু অবসরের জন্য অর্থ সঞ্চয়ই নয়, এর উপরে প্রতি মাসে ইন্টারেস্টও জমা পড়ে। যখন কোনও ব্য়ক্তি চাকরি বদল করেন, তার পিএফ অ্যাকাউন্টও ট্রান্সফার হয়। যদি এই অ্যাকাউন্ট ট্রান্সফার না হয়, তাহলে এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট জমা পড়াও বন্ধ হয়ে যায়। করের সুবিধাও পাওয়া যায় না। এমনকী, পিএফের টাকা তুলতেও সমস্যা হয়। তাই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ঠিক রয়েছে কি না, বা তা ট্রান্সফার হয়েছে কি না, তা জানা দরকার।
যদি আপনি নতুন কোনও অফিসে যোগ দেন এবং পুরনো কোম্পানি থেকে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট ট্রান্সফার না হয়, তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। অবসরের জন্য একটা তহবিল তৈরি করে পিএফ। এতে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কে সুদও জমা পড়ে।
কেন পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার আটকে যেতে পারে?
১. চাকরি ছাড়ার তথ্য আপলোড নেই- যদি আপনার কোম্পানি চাকরি ছাড়ার দিন আপলোড না করে, তাহলে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার আটকে যেতে পারে।
২. দুটি ইউএএন– সাধারণত একটাই ইউএএন হয়। তবে যদি কারোর দুটি ইউএএন নম্বর থাকে, তাহলে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারে সমস্য়া হতে পারে।
৩. কেওয়াইসি ডিটেল আপডেট না থাকলে– যদি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার, প্যান বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তাহলেও পিএফ ট্রান্সফার আটকে যেতে পারে।
৪. যদি টাকা জমা না পড়ে– অনেক ক্ষেত্রে সংস্থার গাফিলতিতে পিএফ অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা জমা পড়ে না কিংবা তারা টাকা জমা দেয় না। এর কারণেও পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার আটকে যেতে পারে।
কীভাবে পিএফ ট্রান্সফার করবেন?
বর্তমানে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হয়। ইপিএফও ওয়েবসাইট বা https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/- এ গিয়ে ক্লিক করতে পারেন। এরপরে অনলাইন সার্ভিসে গিয়ে ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। এবার ফর্ম -১৩ এ পুরনো কোম্পানির ডিটেল পূরণ করুন। নতুন কোম্পানি বা পুরনো কোম্পানির মাধ্যমে ভেরিফিকেশন প্রক্রিয়া সিলেক্ট করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে, ১০ থেকে ২০ দিনের মধ্যে পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে।
যদি পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার না হয়, তাহলে কীভাবে অভিযোগ জানাবেন?
EPFiGMS portal- র মাধ্যমে-
https://epfigms.gov.in -এ ক্লিক করে, ইউএএন, পিএফ অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে অভিযোগ জানাতে পারেন।
ইমেলের মাধ্যমে-
employeefeedback@epfindia.gov.in- এ সরাসরি ইমেল করে অভিযোগ জানাতে পারেন।
টোল-ফ্রি হেল্পলাইন-
আপনি ইপিএফও-র হেল্পলাইন নম্বর 14470 বা 1800-118-005- এ ফোন করে অভিযোগ জানাতে পারেন।
