Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AADHAAR-PAN Card এখনও লিঙ্ক করাননি? আপনার জন্য রইল বড় আপডেট, না করলেই…

Aadhaar-PAN Card Link: সরকার বহুদিন আগেই নির্দেশ দিয়েছে আধার কার্ড-প্যান কার্ডের। তবে অনেকেই এখনও আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করেননি। এবার আধার-প্যান লিঙ্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক।

AADHAAR-PAN Card এখনও লিঙ্ক করাননি? আপনার জন্য রইল বড় আপডেট, না করলেই...
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 12:59 PM

নয়া দিল্লি: ব্যাঙ্ক হোক বা স্কুল-কলেজের নথি, যেকোনও গুরুত্বপূর্ণ কাজেই দরকার আধার কার্ডের। অন্যদিকে, চাকরির ক্ষেত্রে আবার জরুরি প্যান কার্ড। সরকার বহুদিন আগেই নির্দেশ দিয়েছে আধার কার্ড-প্যান কার্ডের। তবে অনেকেই এখনও আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করেননি। এবার আধার-প্যান লিঙ্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক।

অর্থ মন্ত্রক নতুন নির্দেশিকায় জানিয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যাবে। এর জন্য কোনও লেট ফি জমা দিতে হবে না। ৩১ ডিসেম্বরের মধ্যে এই লিঙ্কিং প্রক্রিয়া শেষ করতে হবে।

যদি কেউ ৩১ ডিসেম্বরের ডেডলাইন পার হওয়ার পর আধার-প্যান লিঙ্ক করাতে যান, তবে তাদের ১০০০ টাকা লেট ফাইন দিতে হবে।

তবে এক্ষেত্রে মনে রাখা দরকার, বিনামূল্যে আধার-প্যান লিঙ্কের সুযোগ শুধু তাদেরই দেওয়া হয়েছে, যাদের আধার এনরোলমেন্ট আইডি-র ভিত্তিতে প্যান কার্ড দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১ অক্টোবরের মধ্যে যারা আবেদন করেছিলেন,  তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে।

যাদের নতুন প্যান কার্ড নয়, তবুও এখনও আধার-প্যান কার্ড লিঙ্ক করাননি, তারা যদি এখন আধার-প্যান কার্ড লিঙ্ক করতে চান, তবে ১ হাজার টাকা লেট ফাইন জমা দিতে হবে।