Gold Price Today: শনিবারে দাম কমল সোনার, মুখে চওড়া হাসি ক্রেতাদের

Gold Price Today: শনিবার দাম কমল সোনার। দাম কমেছে রুপোরও।

Gold Price Today: শনিবারে দাম কমল সোনার, মুখে চওড়া হাসি ক্রেতাদের
এদিন দাম বেড়েছে রুপোরও। শনিবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৮ হাজার ১০০ টাকা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2022 | 1:46 PM

কলকাতা: বিয়ের মরশুমে কিছুটা স্বস্তি ক্রেতাদের। শনিবার দাম কমল সোনার (Gold Price Today)। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমল ১৫০ টাকা। আর এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ১৬০ টাকা। এদিন দাম কমল রুপোরও (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ৩০০ টাকা।

শনিবার বেলা ১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৮৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৮,৮৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৮,৬০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৮৬,০০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৩০২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪২,৪১৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৩,০২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৩০,২০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৬০,৯০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

পরপর দু’দিন দাম বাড়ার পর গতকাল অপরিবর্তিত ছিল সোনার দাম। বিয়ের মরশুমে সোনার ঊর্ধ্বমুখী দামে মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। তবে শনিবার দাম কমল সোনার। দাম কমেছে রুপোরও।

বিশ্ব বাজারে বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। ফলে স্বাভাবিকভাবেই তার প্রভাবে দেশীয় বাজারেও হু হু করে বাড়ছিল সোনার দর। তবে এদিন বিশ্ব বাজারে কিছুটা কম রয়েছে সোনার দাম। এদিন বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম রয়েছে ১,৭৪৯.৯৭ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

বৃহস্পতিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এদিন এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ২,৫৬৮ টাকা। এদিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৮.৩৫ টাকা। তবে শনিবার দাম বেড়েছে পিসি জুয়েলারের শেয়ারের। এই সংস্থার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮০.১০ টাকা।