Warren Buffett on Gold: সোনা ‘অলস’, তাই কি ওয়ারেন বাফেটের অপছন্দের তালিকায় এই ‘মহামূল্যবান ধাতু’?
Investment in Gold: ওয়ারেন বাফেট মাত্র ১১ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন। তাঁর বিনিয়োগের একটা নিজস্ব পদ্ধতি রয়েছে। আসলে সোনা তাঁর বিনিয়োগের স্টাইলের সঙ্গে একেবারেই খাপ খায় না।

সোনার দাম বাড়ছে চড়চড়িয়ে। আন্তর্জাতিক বাজার থেকে ভারতের বাজার, অনেক বিনিয়োগকারীই সোনায় বিনিয়োগ বাড়াচ্ছেন। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে যাঁকে সকলে দেবতা মনে করেন, সেই ওয়ারেন বাফেট সোনায় বিনিয়োগ একেবারেই পছন্দ করেন না। বাফেট কখনওই সোনায় বিনিয়োগ করেননি। হয়তো কখনও করবেনও না। কিন্তু কেন জানেন?
ওয়ারেন বাফেট মাত্র ১১ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন। তাঁর বিনিয়োগের একটা নিজস্ব পদ্ধতি রয়েছে। আসলে সোনা তাঁর বিনিয়োগের স্টাইলের সঙ্গে একেবারেই খাপ খায় না। বাফেটের মতো বিনিয়োগকারী যাঁরা এমন সম্পদ খোঁজেন যার দাম বাজারের মূল্যের থেকে কম। কিন্তু ভবিষ্যতে দারুণ সুওগ রয়েছে এর বৃদ্ধি পাওয়ার। আর এই ধরণের বিনিয়োগের স্টাইলের সঙ্গে সোনা একেবারেই খাপ খায় না।
ওয়ারেন বাফেট বলেন, সোনা এমন একটা সম্পদ যা বিনিয়োগকারীকে মুনাফা ও লভ্যাংশ প্রদান করে। প্রতিটা স্টকের পিছনে কোনও না কোনও সংস্থা থাকে যারা কোনও পণ্য বা পরিষেবা বিক্রি করে। কিন্তু সোনার ক্ষেত্রে এমন হয় না। সোনা শুধু একটা জায়গায় পড়ে থাকে। আর বিনিয়োগকারীদের চাহিদার উপর নির্ভর করে এর দাম বাড়া-কমা করে।
ওয়েরেন বাফেট একদা বলেছিলেন, রুপো বরং সোনার থেকে ভাল। তার কারণ হল অনেক ইলেকট্রনিক গ্যাজেট ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে রুপো ব্যবহার হয়।
২০১১ সালে বাফেট বলেছিলেন, ধরা যাক বিশ্বের সব সোনা একত্রিত করে একটা বিশাল ঘনক তৈরি করা হয়। যার ওজন হবে ১ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন ও দাম হবে ৯.৬ ট্রিলিয়ন ডলার। এবার ওই পরিমাণ টাকা দিয়ে কেউ যদি সোনার সেই ঘনক না কিনে কৃষিজমি কেনে তাহলে সেই জমি ওই ব্যক্তিকে বছর বছর লক্ষ-কোটি টাকার ফসল উৎপাদন করে দেবে। বা ওই টাকা দিয়ে ওই ব্যক্তি কোনও পণ্য বা পরিষেবা প্রদানকারী সংস্থা কিনলেন। তাহলে সেই সংস্থাও ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা লভ্যাংশ দেবে। কিন্তু ওই সোনা, যেমন ছিল তেমনই থাকবে। তিনি আরও বলেন, মানুষ যুক্তি নয়, ভয়ের কারণেই সোনা কেনে।
ওয়ারেন বাফেট সোনায় বিনিয়োগের বিরুদ্ধ মত পোষণ করেন বলে কি আপনি সোনা কিনবেন না? না, তেমনটা ভাবার কোনও কারণ নেই। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সোনা একটি কার্যকরী হাতিয়ার। কিন্তু সোনায় আদৌ বিনিয়োগ করবেন কি না তা অবশ্যই কোনও বিনিয়োগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





