Gold Price Today: ৭৫ হাজারের গণ্ডি পার সোনার, রুপো লাখের কাছাকাছি দাম! পুজোর আগে কি সাধ্যের মধ্যে আসবে না দর?

Gold-Silver Price in Kolkata: বিগত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম। আর শুধু সোনা নয়, পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রুপোর দামও। আগে যেখানে ৮০ হাজারে এক কেজি রুপো মিলত, এখন তার দামই ৯২ হাজারের গণ্ডিতে পৌঁছেছে।

Gold Price Today: ৭৫ হাজারের গণ্ডি পার সোনার, রুপো লাখের কাছাকাছি দাম! পুজোর আগে কি সাধ্যের মধ্যে আসবে না দর?
ফাইল চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Sep 23, 2024 | 8:04 AM

কলকাতা: গণেশ পুজোর সময় স্বস্তি মিলেছিল বটে, তবে পুজোর আগেই বড় ধাক্কা। বিগত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম। আর শুধু সোনা নয়, পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রুপোর দামও। আগে যেখানে ৮০ হাজারে এক কেজি রুপো মিলত, এখন তার দামই ৯২ হাজারের গণ্ডিতে পৌঁছেছে। পুজোর মরশুমে সামান্য় স্বস্তি দিয়ে আজ কিছুটা কমেছে সোনা-রুপোর দাম। আপনার যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, সোমবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯৫৯ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৯ হাজার ৫৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৯৫ হাজার ৯০০ টাকা রয়েছে। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৫৯২ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছ ৭৫ হাজার ৯২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ২০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে। ১ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৫৬৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ পড়বে ৯২৯০ টাকা। ১ কেজি রুপোর দর ৯২ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোরও।