Gold Price on 19 September: পরপর ২ দিন কমল সোনার দাম, দুর্গাপুজোর আগেই গহনা কিনে ফেলুন ঝটপট
Gold Silver Price in Kolkata on 19 September, 2025: শেষ মুহূর্তে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। আর সেখানেই সুখবর এল। পরপর দুইদিন কমল সোনার দাম। যাদের পুজোয় সোনার গহনা কেনার ইচ্ছা, তাদের এখনই সোনা কেনার সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে জেনে নিন, আজ সোনা ও রুপোর দাম কত রয়েছে।

কলকাতা: এসেই গেল পুজো। রবিবারই মহালয়া। শেষ মুহূর্তে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। আর সেখানেই সুখবর এল। পরপর দুইদিন কমল সোনার দাম। যাদের পুজোয় সোনার গহনা কেনার ইচ্ছা, তাদের এখনই সোনা কেনার সুবর্ণ সুযোগ। তবে দোকানে যাওয়ার আগে জেনে নিন, আজ সোনা ও রুপোর দাম কত রয়েছে-
২৪ ক্যারেট সোনার দাম-
আজ, ১৯ সেপ্টেম্বর ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ১১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১ লক্ষ ১১ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ১১ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ১৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১ হাজার ৮৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
১৮ ক্যারেট সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৩৩৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৮৩ হাজার ৩৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮ লক্ষ ৩৩ হাজার ৭০০ টাকা। একদিনে ১০০ টাকা সোনার দাম কমেছে।
রুপোর দাম-
সোনার মতোই রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে রুপোর।
