AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honda EV Scooters: জানুয়ারিতেই করতে পারবেন বুকিং, বাজারে আসতে চলেছে হন্ডার নতুন বৈদ্যুতিন স্কুটার!

Honda EV Scooters: Honda ACTIVA e এবং Honda QCI এই দুই বৈদ্যুতিন স্কুটার বাজারে আনল হন্ডা। দুটি স্কুটার পাঁচটি রঙের শেডে বাজারে উপলব্ধ হতে চলেছে।

Honda EV Scooters: জানুয়ারিতেই করতে পারবেন বুকিং, বাজারে আসতে চলেছে হন্ডার নতুন বৈদ্যুতিন স্কুটার!
Image Credit: PTI
| Updated on: Nov 29, 2024 | 1:46 PM
Share

রয়্যাল এনফিল্ডের পর এবার হন্ডা। বৈদ্যুতিন স্কুটারের বাজারে পা রাখল ‘হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া’ বা HMSI। বৃহস্পতিবার দুটি নতুন বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করল সংস্থা।

Honda ACTIVA e এবং Honda QCI এই দুই বৈদ্যুতিন স্কুটার বাজারে আনল হন্ডা। দুটি স্কুটার পাঁচটি রঙের শেডে বাজারে উপলব্ধ হতে চলেছে।

এই নতুন এই বৈদ্যুতিন স্কুটার বেঙ্গালুরুর নরসাপুরাতে অবস্থিত হন্ডার ফ্যাক্টরিতে তৈরি করা হবে। হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার এমডি, প্রেসিডেন্ট এবং সিইও সুতসুমু ওটানি বলেন, “আমরা ১০০,০০০ ইউনিট এই নতুন স্কুটার তৈরি করা হবে। যদিও প্ল্যান্টে ২.৬ মিলিয়ন ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে।”

কোম্পানির তরফে জানানো হয়েছে ১ জানুয়ারী, ২০২৫ সাল থেকেই নতুন বৈদ্যুতিন স্কুটারের বুকিং শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসেই বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বইয়ে ডেলিভারি শুরু হবে। সিইও ওটানি জানান, আপাতত বাজারের প্রতিক্রিয়া পরিমাপ করে তারপরেই দাম প্রকাশ্যে আনা হবে।

সিইও ওটানি বলেন, “ACTIVA e ও QC1 এর প্রবর্তন ভারতে টেকসই গতিশীলতার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতীক। ২০৫০ সালের মধ্যে কার্বন মুক্ত যানবাহন তৈরির যে প্রতিজ্ঞা বিশ্বব্যাপী হন্ডা নিয়েছে, ‘ট্রিপল অ্যাকশন টু জিরো’ সেই মিশনের প্রতি একটি পদক্ষেপ।”

ইভি স্কুটারের বিক্রয় নিয়ে ‘হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া’র বিক্রয় ও বিপণন পরিচালক যোগেশ মাথুর বলেন, “আমরা প্রথম বছরেই ভারতের বৈদ্যুতিন বাজারের ৫০% দখল করব। সম্পূর্ণ ইভি ইকোসিস্টেমে কাজ করবে হন্ডা। ফিক্সড ব্যাটারি নিয়ে আসবে সংস্থা।”

যোগেশ মাথুর আরও বলেন, “বেঙ্গালুরু, দিল্লি এবং মুম্বাই জুড়ে শীঘ্রই ৫০০টি সোয়াপিং স্টেশন করব, যাতে একজন গ্রাহকের 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটি স্টেশন থাকবে।” কোম্পানি তার ডিলারদের প্রশিক্ষণ দিচ্ছে এবং ডিলার নেটওয়ার্কগুলিকে বৈদ্যুতিন স্কুটার ব্যবসার জন্যও আপগ্রেড করছে।

ACTIVA e স্কুটারে ১.৫ কিলোহার্জ-এর দুটি পরিবর্তন যোগ্য ব্যাটারি আছে যা দ্রুত এবং সহজে ব্যাটারি রিচার্জের সুবিধা দেবে। স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ দিলে ১০২ কিলোমিটার চলবে এই স্কুটার।

Honda QC1 অত্যাধুনিক নানা বৈশিষ্ট্য। QC1-এ ১.৫ কিলোহার্জ ফিক্সড ব্যাটারি রয়েছে। যা একবার চার্জ দিলে ৮০ কিলোমিটার চলবে।