AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Buy LIC IPO: পলিসি আছে তো! জেনে নিন কীভাবে LIC-র IPO পাবেন

LIC সংস্থা স্থাপিত হয় ১৯৫৬ সালে ১ সেপ্টেম্বর। এই মুহূর্তে ওই সংস্থার পরিচালনাধীন সম্পদের পরিমাণ প্রায় ৩৬.৭৬ লক্ষ টাকা।

Buy LIC IPO: পলিসি আছে তো! জেনে নিন কীভাবে LIC-র IPO পাবেন
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 6:39 PM
Share

আর কয়েক দিনের অপেক্ষা। মার্চেই আসতে পারে ভারতের সবচেয়ে বড় IPO। সৌজন্যে ভারতীয় জীবন বিমা নিগম (LIC)। ইতিমধ্যেই শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-এর কাছে ঠিকুজি-কুষ্টি জমা দিয়েছে LIC। জানা গিয়েছে, ওই সংস্থার সরকারি অংশীদারিত্বের মাত্র ৫ শতাংশ বিলগ্নি করা হবে। পাশপাশি, পলিসি গ্রাহকদের জন্য ১০ শতাংশ IPO সংরক্ষিত করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন। কোনও সংস্থা IPO নিয়ে এলে, সাধারণত সংশ্লিষ্ট সংস্থার গ্রাহকদের জন্য IPO বরাদ্দ করা হয় না। তাই এলআইসির এই সিদ্ধান্ত আরও বেশি কৌতুহল বাড়িয়েছে লগ্নিকারীদের। অনেকের প্রশ্ন, LIC আইপিও কীভাবে পাবেন গ্রাহকরা?

এলআইসি আইপিও পেতে গেলে তিনটে জিনিস গ্রাহকদের কাছে থাকতেই হবে। এক, এলআইসি সংস্থারই পলিসি। যাঁদের পলিসি আছে, তাঁরাই এই ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন। দুই, এলআইসির সঙ্গে প্যান সংযুক্তিকরণ হতে হবে। তিন, একটি ডিম্যাট অ্যাকাউন্ট (শেয়ার রাখার জায়গা) থাকা বাধ্যতামূলক। পলিসি না থাকলে বা পলিসি থাকলে প্যান সংযুক্তি করা নেই এবং ডিম্যাট অ্যাকাউন্ট যাঁদের নেই, সবার ক্ষেত্রেই এখনও সুযোগ আছে এই সব কটি মানদণ্ড পূর্ণ করার। এরজন্য আপনার এজেন্টের সঙ্গে যোগাযোগও করতে পারেন আপনি।

LIC সংস্থা স্থাপিত হয় ১৯৫৬ সালে ১ সেপ্টেম্বর। এই মুহূর্তে ওই সংস্থার পরিচালনাধীন সম্পদের পরিমাণ প্রায় ৩৬.৭৬ লক্ষ টাকা। সেবিকে বিমা সংস্থা জানিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে তাদের পলিসির সংখ্যা প্রায় ৫.২৫ কোটি। ভারতের সর্ববৃহৎ গ্রাহক তাদেরই ঝুলিতে। এমনকী বিশ্বের প্রথম ১০ বিমা সংস্থার মধ্যে একটি এলআইসি। করোনাকালে (২০-২১ অর্থবর্ষ) ওই সংস্থার প্রিমিয়াম বাবদ আয় হয়েছে ৪,০৫,৩৯৮কোটি টাকা। মোট মুনাফা করেছে ২৯৭৪ কোটি টাকা।

ইউক্রেন-রাশিয়ার টানাপোড়েন থেকে ক্রুড ওয়েলের ক্রমবর্ধমান মূলবৃদ্ধির জেরে প্রতিদিনই দ্রুত ওঠা-নামা লক্ষ্য করা যাচ্ছে দালাল স্ট্রিটে। আদৌ বাজারে স্থিতাবস্থা তৈরি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিনিয়োগকারীদের। এই মুহূর্তে একমাত্র আশার আলো দেখাচ্ছে এলআইসি। মনে করা হচ্ছে, এলআইসি-র আইপিও বাজারে এলে, বাজারে আরও একবার জোয়ার দেখা যাবে। প্রায় সাড়ে সাত লক্ষ থেকে এক কোটি বিনিয়োগকারী এলআইসি-র আইপিও কেনার আবেদন করতে পারেন বলে জানা যাচ্ছে। এলআইসি-র আইপিও কেনার জন্য অনেকেই অন্যান্য শেয়ার বেচে অর্থ সঞ্চয় করছেন। বাজার পতনের এরও একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। অনেক নতুন কোম্পানিও তাদের আইপিও বাজারে আনার সময় পিছিয়েছে শুধুমাত্র LIC-র জন্য। সব নিয়ে টানটান চিত্রনাট্য তৈরি, এখন দেখার সত্যি LIC ব্লকব্লাস্টার হয়ে কি না শেয়ার বাজারে।