Income Tax Alert: হাতে আর নেই সময়, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার এটাই শেষ সুযোগ
Income Tax Return: ইতিমধ্যেই সিবিডিটি করদাতাদের এককালীন ছাড় দিয়েছে। আপনি যদি ২০২০-২০২১ অ্যাসেসমেন্ট বর্ষে আয়কর রিটার্ন এখনও যাচাই না করে থাকেন তবে তবে সিবিডিটির তরফে এই শেষবার আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে।
কলকাতা: যেসব করদাতারা ২০২০-২০২১ অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেছেন, আয়কর বিভাগের পক্ষ থেকে আরও একবার তাদের যাচাই করে নিতে বলা হয়েছে। আয়কর দফতরের তরফে জানানো হয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আরও একবার যাচাই না করা হয় তবে তা অসম্পূর্ণ বলেই ধরে নেওয়া হবে। ইতিমধ্যেই সিবিডিটি করদাতাদের এককালীন ছাড় দিয়েছে। আপনি যদি ২০২০-২০২১ অ্যাসেসমেন্ট বর্ষে আয়কর রিটার্ন এখনও যাচাই না করে থাকেন তবে তবে সিবিডিটির তরফে এই শেষবার আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে। আয়কর বিভাগের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ২০২০-২০২১ অ্যাসেসমেন্ট বর্ষে ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। “২০২০-২০২১ অ্যাসেসমেন্ট বর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন যাচাই করার শেষ সুযোগ হাতছাড়া করবেন না। ইনকাম ট্যাক্স রিটার্ন যাচাই না করা হলে তা অসম্পূর্ণ হিসেবেই ধরে নেওয়া হবে। যাচাইয়ের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি।” টুইটে জানিয়েছে আয়কর বিভাগ।
Don't miss out on the last chance to verify your ITR for AY 2020-21. ITR filing is incomplete if not verified. The last date for verification for AY 2020-21 is 28th February 2022. Pl visit: https://t.co/GYvO3mStKf#ITR #VerifyNow pic.twitter.com/RVzpRxbq3b
— Income Tax India (@IncomeTaxIndia) February 20, 2022
কীভাবে যাচাই করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন
অনলাইনেই আইটিআর ভেরিফাইয়ের কাজ করতে পারবেন। সেই কারণে আপনাকে প্রথমেই https://www.incometax.gov.in/iec/foportal ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর “Quick Links” বিভাগে গিয়ে “e-Verify Return” এ ক্লিক করতে হবে। সমগ্র প্রক্রিয়াটি চারধাপে শেষ হবে। করদাতারা প্যান নম্বর, অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাকনলেজমেন্ট নম্বর ও মোবাইল নম্বর হাতের কাছে থাকতে হবে। করদাতারা ২০১৯-২০২০ আর্থিক বর্ষে পেশ করা আয়কর সংক্রান্ত তথ্য ও যাচাই করতে পারবেন। সেক্ষেত্রে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন : Lalu Prashad Yadav: পশুখাদ্য কেলেঙ্কারিতে আবারও শ্রীঘরে! লালুকে সাজা শোনাল বিশেষ আদালত