Indigo Flight Fare: বিমানে বিশেষ আসনে বসতে গেলেও এবার অতিরিক্ত টাকা? জানুন সেই তথ্য

Indigo Flight: অনেকেই এই এয়ারলাইন্সের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেছেন ও যাত্রীরা ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় সংস্থার বিরুদ্ধে লিখতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, এরপর তো ফ্লাইটে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্যও চার্জ নেওয়া যেতে পারে।

Indigo Flight Fare: বিমানে বিশেষ আসনে বসতে গেলেও এবার অতিরিক্ত টাকা? জানুন সেই তথ্য
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 10:01 PM

নয়া দিল্লি: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো মাত্র এক সপ্তাহ আগে ভাড়া কমানোয় সাধুবাদ জানিয়েছিল অনেকেই। বর্তমানে সংস্থাটি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনা চলছে। গত সপ্তাহ এই সংস্থার জ্বালানির চার্জ বাতিল করায় যাত্রীরা সস্তায় টিকিট পেতে শুরু করেন। আর বর্তমানে সংস্থাটি একটি নতুন নিয়ম জারি করেছে। সেখানে বলা হয়েছে, যে কোনও যাত্রী যদি সামনের সারিতে একটি আসন বুক করেন তবে তাঁকে ২০০০ টাকা অতিরিক্ত দিতে হবে। আগে এর সর্বোচ্চ ভাড়া ছিল ১৫০০ টাকা।

IndiGo-র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, যদি কোনও যাত্রী A321 বিমানের সামনের সারিতে একটি জানালার সিট বা পাশের সিট বুক করেন, যার সামনে অতিরিক্ত জায়গা রয়েছে, তাহলে তাকে আরও ২০০০ টাকা দিতে হবে। এই বিমানটিতে ২৩২টি আসন রয়েছে।

অনেকেই এই এয়ারলাইন্সের সিদ্ধান্তকে স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেছেন ও যাত্রীরা ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় সংস্থার বিরুদ্ধে লিখতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, এরপর তো ফ্লাইটে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্যও চার্জ নেওয়া যেতে পারে।

এটা নয় যে IndiGo শুধুমাত্র A321-এর জন্য নতুন নিয়ম প্রয়োগ করছে। ২২০ আসন বিশিষ্ট A320 বিমানেও সামনের সিট বুক করার জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। ১৮০ আসনের A320 বিমানেও একই নিয়ম কার্যকর করা হয়েছে। অর্থাৎ টিকিট বুক করার পর সিট সিলেকশনের জন্য মানুষকে এখন অতিরিক্ত টাকা দিতে হবে। জানুয়ারির শুরুতে, ইন্ডিগো বিমানের ভাড়া প্রায় ১০০০ টাকা করে কমানো হয়েছিল।