SBI Online: SBI ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের লগইন আইডি ভুলে গিয়েছেন? কীভাবে ফিরে পাবেন জেনে নিন

SBI Online: SBI ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের লগইন আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করা সম্ভব। তার জন্য SBI অনলাইনের ওয়েবসাইটে যেতে হবে গ্রাহকদের।

| Edited By: | Updated on: Dec 23, 2022 | 7:47 AM
ফাইল ছবি

ফাইল ছবি

1 / 6
এই শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক কিছু পরামর্শ দিয়েছে। SBI অনলাইনের পাসওয়ার্ড তৈরির জন্য কী কী উপায় অবলম্বন করতে হবে দেখে নিন। SBI-র তরফে গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, পাসওয়ার্ডের জন্য এমন একটি শব্দ বাছুন যেটা ইংরেজি অভিধানে নেই।

এই শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক কিছু পরামর্শ দিয়েছে। SBI অনলাইনের পাসওয়ার্ড তৈরির জন্য কী কী উপায় অবলম্বন করতে হবে দেখে নিন। SBI-র তরফে গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, পাসওয়ার্ডের জন্য এমন একটি শব্দ বাছুন যেটা ইংরেজি অভিধানে নেই।

2 / 6
পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, পরিবারের কোনও সদস্যের নাম, গাড়ির নম্বর কখনোই পাসওয়ার্ড হিসেবে রাখবেন না। কারণ এই পাসওয়ার্ডগুলি খুব সহজেই অনুমান করা যায়।

পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, পরিবারের কোনও সদস্যের নাম, গাড়ির নম্বর কখনোই পাসওয়ার্ড হিসেবে রাখবেন না। কারণ এই পাসওয়ার্ডগুলি খুব সহজেই অনুমান করা যায়।

3 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

4 / 6
এরপর ক্যাপচা কোড দিন। সাবমিট এ ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি দিয়ে কনফার্ম বোতামে ক্লিক করুন। এরপরই আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বরে Username পেয়ে যাবে

এরপর ক্যাপচা কোড দিন। সাবমিট এ ক্লিক করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি দিয়ে কনফার্ম বোতামে ক্লিক করুন। এরপরই আপনি রেজিস্টার্ড মোবাইল নম্বরে Username পেয়ে যাবে

5 / 6
আর পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে SBI-র অনলাইন সাইটটি খুলুন। সেখানে Forgot Password বোতামে ক্লিক করুন। সেখানে username, রেজিস্টার্ড মোবাইল নম্বর, জন্মতারিখ, অ্যাকাউন্ট নম্বরের মতো কিছু তথ্য দিতে হবে। তারপর ক্যাপচা কোড দিন এবং সাবমিটে ক্লিক করুন। তারপর একইভাবে ওটিপি আসবে তা নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।

আর পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে SBI-র অনলাইন সাইটটি খুলুন। সেখানে Forgot Password বোতামে ক্লিক করুন। সেখানে username, রেজিস্টার্ড মোবাইল নম্বর, জন্মতারিখ, অ্যাকাউন্ট নম্বরের মতো কিছু তথ্য দিতে হবে। তারপর ক্যাপচা কোড দিন এবং সাবমিটে ক্লিক করুন। তারপর একইভাবে ওটিপি আসবে তা নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিটে ক্লিক করলেই আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।

6 / 6
Follow Us: