AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biometric Update-এর জন্য মুখ্যসচিবদের চিঠি, স্কুলে Aadhar-এর ক্যাম্প করতে অনুরোধ UIDAI-এর

UIDAI, Aadhaar Update: বয়স ৫ হলে সেই আধার কার্ড আপডেট করা হয়। পরবর্তীতে বাচ্চার বয়স ১৫ হলে দ্বিতীয়বার আপডেট করা হয় ওই আধার। এটাকেই বলে হয় মান্ডেটরি আধার আপডেট।

Biometric Update-এর জন্য মুখ্যসচিবদের চিঠি, স্কুলে Aadhar-এর ক্যাম্প করতে অনুরোধ UIDAI-এর
Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Aug 29, 2025 | 2:12 PM
Share

ম্যান্ডেটরি আধার আপডেট নিয়ে এবার রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিল দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউআইডিএআই সিইও ভুবনেশ কুমার আধার আপডেট করার জন্য দেশের স্কুলগুলোতে ক্যাম্প করতে অনুরোধ জানিয়েছেন এই চিঠিতে। একটি বিজ্ঞপ্তি দিয়ে ইউআইডিএআই জানিয়েছে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটের জন্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে হাত মিলিয়েছে তারা।

আসলে, কোনও বাচ্চার জন্মের পর যখন তার আধার কার্ড তৈরি করা হয়, সেখানে সেই বাচ্চার কোনও বায়োমেট্রিক তথ্য থাকে না। বাচ্চার বাবা ও মায়ের বায়োমেট্রিক ডিটেল দিয়ে তৈরি হয় বাচ্চার আধার কার্ড। বাচ্চার বয়স ৫ হলে সেই আধার কার্ড আপডেট করা হয়। পরবর্তীতে বাচ্চার বয়স ১৫ হলে দ্বিতীয়বার আপডেট করা হয় ওই আধার। এটাকেই বলে হয় মান্ডেটরি আধার আপডেট।

ম্যান্ডেটরি আধার আপডেটের মাধ্যমে ওই বাচ্চার নির্ভুল তথ্য নিজেদের ডেটাবেসে রাখতে পারে আধার কর্তৃপক্ষ। আর কোনও কাজ বা কেওয়াইসি করতে গেলে সুবিধা হয় ওই বাচ্চারই। আর বাচ্চার সেই আধার কার্ড আপডেট করতেই দেশের সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়েছে ইউআইডিএআই-এর সিইও।