LG IPO Listing: লিস্টিংয়েই দাম বাড়বে ৩৬ শতাংশ! সকাল থেকেই বাজার কাঁপাবে এলজি, বলছেন বিশেষজ্ঞরা!
LG India: হুন্ডাই তার অন্তর্ভুক্তির সময় বাজারে তেমন কোনও ঝাঁকুনি না দিলেও এলজি যে একটা বিরাট ঝাঁকুনি দিতে চলেছে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সেই একই ইঙ্গিত দিচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি।

গত অক্টোবরে প্রথম দক্ষিণ কোরিয়ান সংস্থা হিসাবে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে এসেছিল হুন্ডাই। আর এবার সেই একই পথে হাঁটল দক্ষিণ কোরিয়ার আরও এক সংস্থা, এলজি ইলেকট্রনিক্স। হুন্ডাই তার অন্তর্ভুক্তির সময় বাজারে তেমন কোনও ঝাঁকুনি না দিলেও এলজি যে একটা বিরাট ঝাঁকুনি দিতে চলেছে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি সেই একই ইঙ্গিত দিচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি।
এলজি ইন্ডিয়ার আইপিও ওপেন হয় অক্টোবরের ৭ তারিখ। আর সেই আইপিও ক্লোজ করা হয় ৯ অক্টোবর। আর সেই আইপিও লিস্টিং হবে ১৪ অক্টোবর মঙ্গলবার। এলজি-র আইপিওর দাম ছিল ১,০৮০ টাকা থেকে ১,১৪০ টাকার মধ্যে। আর গ্রে মার্কেটে ইতি মধ্যেই আরও ৪১১ টাকা বেড়ে গিয়েছে। অর্থাৎ, প্রথম দিনই শেয়ারের দাম ৩৬.০৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা। তবে, এটাও ঠিক যে জিএমপি একটি সংকেত। জিএমপি কখনওই এটা নিশ্চিত করে না লিস্টিংয়ের ক্ষেত্রে দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পাবে।
ইতিমধ্যেই এলজি ইন্ডিয়ার আইপিও অ্যালটমেন্ট স্টেটাস চূড়ান্ত হয়েছে। ফলে, যাঁরা শেয়ার পাননি তাঁদের রিফান্ড শুরু হবে ১৪ অক্টোবর থেকে। আবার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হবে ১৫ অক্টোবর।
৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত খোলা ছিল এই শেয়ারের আইপিও। আর এই সময়কালের মধ্যে মোট আবেদনের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৬৫ লক্ষ। প্রস্তাবিত শেয়ার ছিল ৭ কোটি ১৩ লক্ষ। অন্যদিকে, আবেদন জমা হয়েছে ৩৮৫ কোটি ৩৬ লক্ষ। অর্থাৎ, এই আইপিও সাবস্ক্রাইব হয়েছে ৫৪ গুণেরও বেশি। আর এবার পালা আইপিও লিস্টিংয়ের। ১৪ অক্টোবর লিস্টিং হতে চলেছে এই আইপিওর।
এলজি ইন্ডিয়ার আপাতত লক্ষ্য এই অর্থ ব্যবহার করে ভারতে তাদের উৎপাদন বাড়ানো। শক্তিশালী করা হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হোম অ্যাপ্লায়েন্সেস তৈরি করাই এখন প্রধান লক্ষ্য এলজির।
