AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI লাইটের মাধ্যমে অফলাইন লেনদেনের সীমা বাড়াল আরবিআই

UPI লাইটের মাধ্যমে অফলাইন লেনদেনের সীমা বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। দেশের যে সমস্ত এলাকায় ইন্টারনেট নেই বা নেটওয়ার্ক খুব দুর্বল, সেখানকার বাসিন্দাদের সুবিধার জন্যই লেনদেনের সীমা বাড়ানো হল বলে জানিয়েছে আরবিআই।

UPI লাইটের মাধ্যমে অফলাইন লেনদেনের সীমা বাড়াল আরবিআই
প্রতীকী ছবি।Image Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 1:31 AM
Share

নয়া দিল্লি: UPI লাইটের মাধ্যমে অফলাইন লেনদেনের সীমা বাড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এব্যাপারে একটি সার্কুলার জারি করেছে। UPI লাইটের মাধ্যমে অফলাইন মোডে লেনদেনের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। মূলত, দেশের যে সমস্ত এলাকায় ইন্টারনেট নেই বা নেটওয়ার্ক খুব দুর্বল, সেখানকার বাসিন্দাদের সুবিধার জন্যই লেনদেনের সীমা বাড়ানো হল বলে জানিয়েছে আরবিআই।

RBI বিজ্ঞপ্তি

অফলাইনের মাধ্যমে ছোট অঙ্কের ডিজিটাল লেনদেনের সীমা বাড়ানোর জন্য RBI একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আরবিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অফলাইন পেমেন্টের ক্ষেত্রে লেনদেনের সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

যাদের স্মার্ট ফোনে ইন্টারনেট সুবিধা নেই তাদের জন্য অফলাইন পেমেন্ট সুবিধা ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল। UPI-Lite প্ল্যাটফর্মের মাধ্যমে এটি চালু করা হয়। তখন থেকে এই প্ল্যাটফর্মে লেনদেনের সীমা ছিল মাত্র ২০০ টাকা। গত ১০ অগস্ট আরবিআই গভর্নর মুদ্রা নীতি সভায় UPI-Lite প্ল্যাটফর্মে লেনদেনের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই ভারতকে ডিজিটাল ইন্ডিয়া করে তোলার উপর বিশেষ জোর দেন। অনলাইনে আর্থিক লেনদেনের জন্য মোদী সরকারের তরফে চালু করা হয় UPI সিস্টেম। বর্তমানে এই প্ল্যাটফর্ম বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। UPI সিস্টেমের মাধ্যমে অনলাইনের পাশাপাশি অফলাইনেও লেনদেন চালু করা হয়।