Retail Inflation In India: দামের ছেঁকা থেকে মুক্তির ইঙ্গিত, খুচরো বাজারে আরও কমল মূল্যবৃদ্ধির হার
Retail Inflation In India: টানা দুই মাস ধরে মূল্যবৃদ্ধির হার আরবিআই-এর নির্ধারিত সহনশীলতার স্তরেই থাকল। আগামী ছয় মাসের জন্য আরবিআই, এই সহনশীলতার স্তর ২ থেকে ৬ শতাংশ ধার্য করেছে। ফেব্রুয়ারিতে কোথায় দাঁড়িয়ে দেশের মূল্যবৃদ্ধির হার?
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে, মূল্যবৃদ্ধিকে ভোটের অন্যতম ইস্যু করতে চাইছে বিরোধী দলগুলি। কিন্তু, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সাম্প্রতিক তথ্য, তাদের এই আক্রমণ ভোঁতা করে দিতে পারে। মঙ্গলবার (১২ মার্চ), আরবিআই জানিয়েছে, ভারতের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ফেব্রুয়ারি মাসে ৫.০৯ শতাংশে নেমে এসেছে। জানুয়ারিতে মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল ৫.১০ শতাংশ। অর্থাৎ, টানা দুই মাস ধরে মূল্যবৃদ্ধির হার আরবিআই-এর নির্ধারিত সহনশীলতার স্তরেই থাকল। আগামী ছয় মাসের জন্য আরবিআই, এই সহনশীলতার স্তর ২ থেকে ৬ শতাংশ ধার্য করেছে।
মঙ্গলবার (১২ মার্চ), ফেব্রুয়ারি মাসের মূল্যবৃদ্ধি নিয়ে পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রকের, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, মূল্যবৃদ্ধির হার শহরাঞ্চলে কমলেও গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার অপরিবর্তিত রয়েছে। জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার রয়েছে ৫.৩৪ শতাংশে। ডিসেম্বরে গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৯৩ শতাংশ। আর শহরাঞ্চলে, জানুয়ারী মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৪.৯২ শতাংশ। ফেব্রুয়ারিতে মূল্যবৃদ্ধির হার ৪.৭৮ শতাংশে নেমে এসেছে।
তবে, খাদ্য ও পানীয় বিভাগে মূল্যবৃদ্ধির হার আরও বেড়েছে। আর এই খাতে মূল্যবৃদ্ধির হার সহনশীলতার স্তরের উপরেও রয়েছে। জানুয়ারি মাসে খাদ্য ও পানীয় বিভাগে মূল্যবৃদ্ধির হার ছিল ৮.৩ শতাংশ। ফেব্রুয়ারিতে তা বেড়ে ৮.৬৬ শতাংশ হয়েছে। মন্ত্রক জানিয়েছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের ফিল্ড অপারেশন বিভাগের কর্মীরা, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বাছাই করা ১,১১৪টি শহুরে বাজার এবং ১,১৮১টি গ্রামীণ বাজার থেকে মূল্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। ফেব্রুয়ারিতে, এনএসও ১০০ শতাংশ গ্রাম এবং ৯৮.৫ শতাংশ শহুরে বাজার থেকে দামের তথ্য সংগ্রহ করেছে। এর পাশাপাশি, জানুয়ারিতে ভারতের শিল্প উৎপাদন সূচক ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।