Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI Investment Scheme: লাগে টাকা দেবে SBI! ৫৯৩ টাকার বদলে ১ লক্ষ টাকা রিটার্ন দেবে সংস্থা

SBI Investment Scheme: রেকারিং ডিপোজিটের মাধ্যমে ঘরে ঘরে লাখপতি তৈরি করতে চাইছে তারা। নেই কোনও ঝুঁকি, থাকতে পারবেন নিশ্চিন্তে। এক ঝলকে দেখে নিন নতুন প্রকল্পে ঠিক কী কী সুবিধা দিচ্ছে SBI।

SBI Investment Scheme: লাগে টাকা দেবে SBI! ৫৯৩ টাকার বদলে ১ লক্ষ টাকা রিটার্ন দেবে সংস্থা
প্রতীকী ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Mar 15, 2025 | 5:58 PM

কলকাতা: নতুন বছরে নতুন স্কিম এনেছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI। রেকারিং ডিপোজিটের মাধ্যমে ঘরে ঘরে লাখপতি তৈরি করতে চাইছে তারা। নেই কোনও ঝুঁকি, থাকতে পারবেন নিশ্চিন্তে। এক ঝলকে দেখে নিন নতুন প্রকল্পে ঠিক কী কী সুবিধা দিচ্ছে SBI।

জানা গিয়েছে, এই স্কিমের আওতায় একজন লগ্নিকারী তিন বছর থেকে শুরু দশ বছর পর্যন্ত টাকা বিনিয়োগ করতে পারবেন। সুতরাং, নিজের লক্ষ্য নির্ধারণ করেই, নিজের মন মতো সময় পর্যন্তই টাকা ঢালতে পারবেন গ্রাহকরা। এমন নয়, যে একেবারে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে। মাসে মাসে কিস্তি বাবদ টাকা ঢালতে পারবেন সাধারণ মানুষ।

কিন্তু কত টাকা ঢালা যাবে? জানা গিয়েছে, পকেটে মাত্র ৫৯৩ টাকা থাকলেই হবে। তাতেই শুরু করা যাবে বিনিয়োগ। রিটার্ন হিসাবে পাওয়া যাবে এক লক্ষ টাকা। কিন্তু কত বছরে এই রিটার্ন দিচ্ছে SBI? সংস্থা সূত্রে খবর, ৬.৫০ শতাংশ সুদের হারে ৫৯৩ টাকা ঢেলে ১০ বছরে মিলবে ১ লক্ষ টাকা।

তবে কেউ যদি দশ বছর অবধি অপেক্ষা করার পক্ষপাতি না হন। তাদের জন্য ব্যবস্থা রেখেছে স্টেট ব্যাঙ্ক। জানা গিয়েছে, তিন বছরেই লাখপতি হতে গেলে প্রতি মাসে ২৫০২ টাকা খরচ করতে হবে বিনিয়োগকারীকে। আর তিন বছর কাটতেই হাতে লক্ষ টাকা ধরিয়ে দেবে SBI। বলে রাখা ভাল, বয়স ১০ পেরলেই নাবালকরা, তাদের অভিভাবকদের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে টাকা এই প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারবেন।