Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: পঞ্চাশের বেশি ভোটে পিছিয়ে কোন কোন বুথ, চিহ্নিতকরণ করা শুরু করল TMC

Bankura: তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২৬ এর নির্বাচনকে মাথায় রেখে সব বুথেই নজর দেওয়া হচ্ছে। কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে পঞ্চাশের বেশি ভোটে পিছিয়ে থাকা বুথগুলিকে।

Bankura: পঞ্চাশের বেশি ভোটে পিছিয়ে কোন কোন বুথ, চিহ্নিতকরণ করা শুরু করল TMC
তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2025 | 3:16 PM

বাঁকুড়া: নির্বাচনে যে বুথগুলিতে ৫০-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল সেই বুথগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারের ভার্চুয়াল সভা থেকে সেই নির্দেশ দিতেই তৎপর হয়েছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। গত লোকসভার ফলাফল পর্যালোচনা করে পঞ্চাশের বেশি ভোটে পিছিয়ে থাকা বুথগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২৬ এর নির্বাচনকে মাথায় রেখে সব বুথেই নজর দেওয়া হচ্ছে। কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে পঞ্চাশের বেশি ভোটে পিছিয়ে থাকা বুথগুলিকে। ওই বুথগুলিতে ভোটারদের কাছে সরকারি পরিসেবা ঠিকমতো পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ওই বুথগুলিতে দলের সাংগঠনিক দুর্বলতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী বিধানসভা নির্বাচনের আগেই পিছিয়ে থাকা বুথগুলিতে নিজেদের সংগঠন মজবুত করে নিশ্চিতভাবেই এগিয়ে যাবে তৃণমূল।

বিজেপির কটাক্ষ যে বুথগুলিতে তৃণমূল পঞ্চাশের বেশি ভোটে পিছিয়ে রয়েছে সেই বুথগুলিতে ভুয়ো ভোটার ও বহিরাগতদের ঢোকানোর উদ্যেশ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “ইতিমধ্যেই সমস্ত বুথকে নির্দেশ দিয়ে দিয়েছি। লিস্ট তো পৌঁছে গিয়েছে। বুথে বুথে ছানবিন চলছে। আমার এখানে দুটো জেলা মিলিয়ে ১৩ হাজার ভোটারের নাম বাদ পড়ে গিয়েছে। সেগুলোই খতিয়ে দেখা হচ্ছে। প্রাইমারি- উচ্চ মাধ্য়মিক স্কুলের শিক্ষকরাও যুক্ত হবে।” যে বুথ গুলি পিছিয়ে রয়েছে, সে প্রসঙ্গে বলেন, “হতে পারে ভুল বোঝানো হয়েছিল। ওরা তো নানাভাবে ভোট করায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই কর্মীদের মনে উদ্দীপনা জেগেছে।”