Swiggy Layoff: নতুন বছরে খারাপ খবর, কর্মী খোয়াতে চলেছেন শয়ে শয়ে Swiggy-র কর্মী

Swiggy: এর আগে, গত বছরও ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করা হয়। সেই সময়ে সংস্থার তরফে জানানো হয়েছিল, অতিরিক্ত সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল। আর্থিক সঙ্কটের কারণেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Swiggy Layoff: নতুন বছরে খারাপ খবর, কর্মী খোয়াতে চলেছেন শয়ে শয়ে Swiggy-র কর্মী
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 27, 2024 | 6:00 AM

নয়া দিল্লি: নতুন বছরে কর্মসংস্থানের সুযোগ তৈরির তেমন একটা তৈরি না হলেও, খবর মিলছে কর্মী ছাঁটাইয়ের। গুগল, মাইক্রোসফটে যেমন কর্মী ছাঁটাইয়ের খবর মিলেছে সম্প্রতিই। এবার সেই পথে হাঁটছে দেশের ছোট-বড় সংস্থাগুলিও। ফুড ডেলিভারি স্টার্টআপ সুইগি-তেও এবার হতে চলেছে কর্মী ছাঁটাই। সূত্রের খবর, সুইগির প্রায় ৪০০ কর্মী চাকরি খোয়াতে চলেছেন। নিজেদের কর্মশক্তির প্রায় ৭ শতাংশ কমিয়ে ফেলতে চলেছে সুইগি।

জানা গিয়েছে, গত অর্থবর্ষে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাটতে চলেছে সুইগি। ৪০০ কর্মীর চাকরি যেতে পারে। আগামী এক-দুই মাসের মধ্যেই এই ছাঁটাই হতে পারে। নতুন অর্থবর্ষের আগেই চাকরি খোয়াতে পারেন অনেকে।

এর আগে, গত বছরও ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করা হয়। সেই সময়ে সংস্থার তরফে জানানো হয়েছিল, অতিরিক্ত সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল। আর্থিক সঙ্কটের কারণেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

চলতি বছরেই আইপিও নিয়ে আসতে চলেছে সুইগি। তবে ২০২২-২৩ অর্থবর্ষেই সুইগি ৮০ শতাংশ ক্ষতির মুখে পড়ে। ৫৪৫ মিলিয়ন বা ৫৪ কোটি ডলারের ক্ষতি হয়। তবে ২০২২ সালের তুলনায় লাভের অঙ্ক ৯০ কোটি ডলার বেড়েছে। এর একটা বড় অংশই এসেছে সুইগির কুইক সার্ভিস কমার্স প্ল্যাটফর্ম ইন্সটামার্টের দৌলতে হয়েছে।

২০২৩ সালেই জ্যোমাটো যেমন প্ল্যাটফর্ম ফি চালু করেছিল, তেমনই সুইগিও বেশ কিছু শহরে প্ল্যাটফর্ম ফি বাবদ ১০ টাকা নিতে শুরু করেছে। আরও ৫ টাকা প্ল্যাটফর্ম ফি বাড়াতে পারে বলে জল্পনা।