Railway Rules: কোনও মহিলা টিকিট না কাটলে চিন্তা বেড়ে যায় টিটি-র, কেন জানেন?

Travel Rule for Woman: ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী বিনা টিকিটে ট্রেনে সফর করতে গিয়ে ধরা পড়েন, তবে পরবর্তী স্টপেজে টিটিই তাকে নামিয়ে দেন। যাত্রী নামতে না চাইলে আরপিএফ বা জিআরপি-র সাহায্যও নিতে হয়। কিন্তু একজন মহিলা যদি একা থাকেন এবং টিকিট না নেন, তাহলে কি তার সাথেও একই আচরণ করা যাবে?

Railway Rules: কোনও মহিলা টিকিট না কাটলে চিন্তা বেড়ে যায় টিটি-র, কেন জানেন?
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 04, 2024 | 6:30 AM

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেল। প্রতিদিন লক্ষাধিক যাত্রী লোকাল ও দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। যাত্রীর হিড়িকে অনেক সময়ই ট্রেনে টিকিট পাওয়া যায় না। কিন্তু কোথাও যদি যাওয়া খুব জরুরি হয়, তবে অনেকেই বিনা টিকিটে বা টিকিট কনফার্ম না হলেও, ট্রেনে উঠে পড়েন। টিকিট ছাড়া ভ্রমণ শাস্তিযোগ্য অপরাধ, এ কথা সকলের জানা। টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়লে জরিমানা, এমনকী জেল অবধি হতে পারে। বিনা টিকিটের যাত্রীকে পরের স্টেশনে নামিয়েও দেওয়া হয় অনেক সময়। তবে কোনও মহিলা যাত্রী যদি বিনা টিকিটে ধরা পড়েন, তাহলেও কি তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে? কী বলছে ভারতীয় রেল?

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী বিনা টিকিটে ট্রেনে সফর করতে গিয়ে ধরা পড়েন, তবে পরবর্তী স্টপেজে টিটিই তাকে নামিয়ে দেন। যাত্রী নামতে না চাইলে আরপিএফ বা জিআরপি-র সাহায্যও নিতে হয়। কিন্তু একজন মহিলা যদি একা থাকেন এবং টিকিট না নেন, তাহলে কি তার সাথেও একই আচরণ করা যাবে?

জানা গিয়েছে, মহিলা যাত্রীদের ক্ষেত্রে রেলের নিয়ম কিছুটা ভিন্ন। চেকিংয়ের সময় কোনও মহিলা যাত্রী যদি টিকিট ছাড়া ধরা পড়েন, তবে তাঁকে কোনও খালি স্টেশনে নামিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে রাতে তো ট্রেন থেকে মহিলা যাত্রীকে নামানোই যাবে না।  এছাড়া দিনের বেলায়ও মহিলা যাত্রীকে এমন কোনও স্টেশনে নামানো যাবে না, যেখানে তাঁর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কোনও টিটিই যদি মহিলা যাত্রীকে নামিয়ে দেন, তবে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব হবে জিআরপি বা আরপিএফের। নিরাপদ কোনও জায়গায় পৌঁছে দেওয়ার পরই স্টেশনে ফিরবেন জিআরপি বা আরপিএফ কর্মীরা।