Anant Ambani-Radhika: ব্যাগ থাকবে একটাই, অম্বানীদের অনুষ্ঠানে কী কী নিয়ম মানতে হয়েছে জানেন?
Anant Ambani-Radhika: মেক আপ করা বা শাড়ি পরানোর ব্যবস্থা রাখা হয়েছিল অতিথিদের জন্য। তবে নিয়ম ছিল, যে আগে আসবে সেই আগে সাজার সুযোগ পাবে। হেয়ার স্টাইলও করে দেওয়া হয়েছে, নিয়ম মেনেই। এভাবেই প্ল্যানমাফিক পুরো অনুষ্ঠান সফল করা হয়েছে বলে জানা গিয়েছে।
জামনগর: সোশ্যাল মিডিয়া জুড়ে বিশ্বের অন্যতম দামি বিয়ের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। গাঁটছড়া বাঁধছেন মুকেশ অম্বানীর কনিষ্ঠ সন্তান অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট। তিন দিন ধরে আয়োজন করা হয়েছিল প্রাক বিয়ের অনুষ্ঠানের। গুজরাটের জামনগরে বসেছিল চাঁদের হাট। রুপোলি পর্দার তারকা থেকে ক্রিকেট দুনিয়ার ব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন জামনগরে। ছিলেন অনেক বিদেশি অতিথিও। ছবিতে দেখা গিয়েছে, তিনদিন ধরে জমকালো অনুষ্ঠানের আসর বসেছিল। দীর্ঘদিন ধরে যে পরিকল্পনা করা হয়েছিল সেটাও স্পষ্ট। তবে অনেকেই জানেন না, এই অনুষ্ঠানে গিয়ে নিয়ম মেনে চলতে হয়েছে সেলিব্রিটিদেরও।
জানা গিয়েছে, বেশ কিছু গাইডলাইন রাখা হয়েছিল সবার জন্য। লাগেজ থেকে মেক-আপ সবটা একটা নিয়ম মেনে করা হয়েছে, যাতে এই বিপুল সংখ্যক অতিথির কোনও অসুবিধা না হয়।
১. মুম্বই ও দিল্লি থেকে চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছিল, যাতে চেপে অতিথিরা জামনগরে যান।
২. এত অতিথির লাগেজ বিমানে ধরবে কেমন করে? জানা গিয়েছে প্রত্যেকের মাথাপিছু একটি ব্যাগ ও একটি হ্যান্ড ব্যাগের অনুমতি দেওয়া হয়েছিল। বেশি ব্যাগ থাকলে তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে পৌঁছবে না, অন্য বিমানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
৩. পোশাকের ক্ষেত্রেও গাইডলাইন ছিল। ঠিক করে দেওয়া হয়েছিল থিম। কবে কী ধরনের পোশাক পরবেন, তা বলে দেওয়া হয়েছিল। তবে কেউ নিজের ইচ্ছা মতো পোশাক পরতেই পারেন, সেটাও বলে দেওয়া হয়েছিল।
৪. রাখা হয়েছিল লন্ড্রি সার্ভিস। তবে সেই পরিষেবা ছিল সময় সাপেক্ষ। পোশাক দিলে, ৩ ঘণ্টার আগে ফেরত পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
৫. মেক আপ করা বা শাড়ি পরানোর ব্যবস্থা রাখা হয়েছিল অতিথিদের জন্য। তবে নিয়ম ছিল, যে আগে আসবে সেই আগে সাজার সুযোগ পাবে। হেয়ার স্টাইলও করে দেওয়া হয়েছে।
এভাবেই প্ল্যানমাফিক পুরো অনুষ্ঠান সফল করা হয়েছে বলে জানা গিয়েছে।