Share Market: ভোট মিটলেই কোন কোন শেয়ার দিতে পারে বড় লাভ? কী বলছেন বিশেষজ্ঞরা?

Share Market: সম্প্রতি, একটি মিডিয়া সাক্ষাৎকারে মোদীকে ভারতীয় শেয়ার বাজার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। ৪ জুন ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই ঘুরে দাঁড়াতে পারে দালাল স্ট্রিট। মিলেছে এমন ইঙ্গিত। এরইমধ্য়ে বিশেষজ্ঞরা বেশ কিছু স্টক নিয়ে জোরদার আলোচনা শুরু করে দিয়েছেন।

Share Market: ভোট মিটলেই কোন কোন শেয়ার দিতে পারে বড় লাভ? কী বলছেন বিশেষজ্ঞরা?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: May 21, 2024 | 11:28 PM

কলকাতা: ভোট প্রায় শেষের পথে। আর বাকি দু’দফা। এদিকে শেয়ার বাজারে কখনও নামছে ধস, কখনও উঠছে গ্রাফ। সোজা কথায় টালমাটাল পরিস্থিতি। এদিকে প্রধানমন্ত্রী বারবার বলছেন নির্বাচনের ফল ঘোষণার পর শেয়ার বাজার উঠবে। সম্প্রতি, একটি মিডিয়া সাক্ষাৎকারে মোদীকে ভারতীয় শেয়ার বাজার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। ৪ জুন ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই ঘুরে দাঁড়াতে পারে দালাল স্ট্রিট। মিলেছে এমন ইঙ্গিত। এরইমধ্য়ে বিশেষজ্ঞরা বেশ কিছু স্টক নিয়ে জোরদার আলোচনা শুরু করে দিয়েছেন। পূর্বাভাস, এগুলিতে বিনিয়োগ করলে মিলতে পারে ভাল রিটার্ন। তবে এমন অনেক স্টক আছে যেগুলিতে ভোটের ফলের খুব একটা প্রভাব পড়বে না বলেও মনে করা হচ্ছে। 

ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বাজার বিশেষজ্ঞ এমন কিছু শেয়ারের কথা বলেছেন যেগুলির গ্রাফে নির্বাচনী ফলাফলের প্রভাব খুব একটা পড়বে না। অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞ সঞ্জীব ভাসিন ৩টি স্টকের কথা বলছেন। এর মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, কফোর্জ এবং ভোডাফোন আইডিয়া। বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোফর্জ উভয়েরই পারফরম্যান্স খুব একটা ভাল নয়। তবে এগুলি শীঘ্রই উন্নতি করবে বলে আশা করা হচ্ছে। 

অন্যদিকে ব্রোকারেজ ফার্ম প্রভুদাস লিল্লাধরের মতে, নির্বাচনের পরে, এফএমসিজি, অটো, স্বাস্থ্যসেবা, আইটি পরিষেবা, ব্যাঙ্ক, টেলিকমের মতো সেক্টরে শেয়ারের আয় বাড়াতে পারে। তালিকায় রয়েছে… 

এফএমসিজি – HUL, ডাবর, ইমামি, Marico, GCPL, ব্রিটানিয়া, Varun Beverages

অটো- হিরো মটোকর্প, M&M, মারুতি সুজুকি, Eicher

স্বাস্থ্য পরিষেবা- সান ফার্মা, ম্যাক্স হেলথ, লুপিন, জুপিটার হাসপাতাল

তথ্য-প্রযুক্তি- TCS, LTI Mindtree, HCL Tech, Cyient

প্রাইভেট ব্যাঙ্ক- এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক

ক্যাপিটাল গুডস- সিমেন্স, এবিবি, স্নাইডার, হানিওয়েল, এলানটাস বেক, টিমকেন, জিই টিএন্ডডি, হিটাচি এনার্জি

পণ্য- হিন্দালকো

কনজিউমার ডিউরেবলস- হ্যাভেলস ইন্ডিয়া, ভারতী এয়ারটেল, দিল্লিভেরি

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।