Train Ticket: আপনি কাটলে পান না, এজেন্টরা কীভাবে কনফার্ম টিকিট পায়, জানেন?
Indian Railways: যারা নিজেরা টিকিট কেটেছেন, তারা অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে যে নিজেরা টিকিট কাটলে কনফার্ম টিকিট পান না। এদিকে, দালালরা যখন টিকিট কাটেন, তারা কিন্তু কনফার্ম টিকিট পান। কীভাবে এটা সম্ভব হয়?

নয়া দিল্লি: কমবেশি সকলেই ট্রেনে সফর করেছেন। ট্রেনের টিকিট কাটতেও হয়েছে, কিন্তু হঠাৎ কোথাও যাওয়ার পরিকল্পনা হলে, সেক্ষেত্রে তৎকালে টিকিট কাটতে হয়। তবে যারা নিজেরা টিকিট কেটেছেন, তারা অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে যে নিজেরা টিকিট কাটলে কনফার্ম টিকিট পান না। এদিকে, দালালরা যখন টিকিট কাটেন, তারা কিন্তু কনফার্ম টিকিট পান। কীভাবে এটা সম্ভব হয়? দালালদের টিকিট কাটার সিক্রেটটাই জেনে নিন-
বাল্ক বুকিং-দালালদের কনফার্ম টিকিট পাওয়ার অন্যতম কারণ হল বাল্ক বুকিং। উৎসব বা ছুটির মরশুমে দালালরা আগেভাগেই জনপ্রিয় রুট যেমন পাহাড়, সমুদ্র কেন্দ্রিক পর্যটনকেন্দ্র যাওয়ার ট্রেনে টিকিট আগে থেকেই বুকিং করে রাখে। সেই কারণে সাধারণ যাত্রী বা পর্যটকরা যখন টিকিট বুকিং করতে যান, তখন কনফার্ম টিকিট পান না। তখন দ্বারস্থ হন এজেন্টদেরই। তারা তখন আগে থেকে বুক করে রাখা এই টিকিটগুলিই বিক্রি করে চড়া দামে।
তৎকাল বুকিং- দালাল বা এজেন্টরা রেলের অন্দরেই ‘সেটিং’ করা থাকে, যাতে তারাই আগেভাগে টিকিট পায়।
বিশেষ সফটওয়্যার– এজেন্টদের কাছে এমন কিছু স্বয়ংক্রিয় মেশিন থাকে, যার মাধ্যমে চোখের নিমেষে বুকিং হয়ে যায়। সাধারণ যাত্রী যখন টিকিট বুকিং করতে যায়, তখন ফর্ম ফিল আপ করতে যত সময় লাগে, ততক্ষণে এজেন্টরা টিকিট বুকিং করে ফেলে। একই সময়ে একাধিক অ্যাকাউন্ট থেকে টিকিট বুক করায় তাদের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
ওয়েটিং টিকিট কনফার্ম করার জন্য টিকিট বুকিং এজেন্টরা নিজেদের বুকিং করা টিকিটগুলি ক্যানসেল করে দেয়।এতে ওয়েটিং টিকিট কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

