DFCCIL Recruitment 2023: রেল মন্ত্রকের অধীনে এই সংস্থায় চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
DFCCIL Recruitment 2023: সংস্থার তরফে জানানো হয়েছে, এগজেকিউটিভ, জুনিয়র এগজেকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আবেদন জানাতে পারেন।
নয়া দিল্লি: রেল মন্ত্রকের অধীনে চাকরির দারুণ সুযোগ। ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (Dedicated Freight Corridor Corporation of India Limited) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সংস্থার তরফে জানানো হয়েছে, এগজেকিউটিভ, জুনিয়র এগজেকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে আবেদন জানাতে পারেন।
ডিএফসিসিআইএল-র তরফে জানানো হয়েছে, মোট ৫৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৩৫৪টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োগ করা হবে। বাকি ১৮১টি শূন্যপদে এগজেকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ-
ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ১৯ জুন। পরে আগামী ২৬ জুন থেকে ৩০ জুন আবেদনকারীদের আবেদনপত্র এডিট করার জন্য সময় দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রথমেই আবেদনকারীদের ডিএফসিসিআইএল-র অফিসিয়াল ওয়েবসাইট dfccil.com-এ যেতে হবে।
এরপরে নিয়োগ বিজ্ঞপ্তির উপরে ক্লিক করতে হবে।
এবার নিজের নাম রেজিস্টার করে আবেদন করতে হবে।
এরপরে আবেদন ফি দিতে হবে।