Recruitment in Health Department: স্বাস্থ্য ক্ষেত্রে কয়েক হাজার নিয়োগ, কোন পদে কত শূন্যপদ, রইল তালিকা

Recruitment in Health Department: পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগে সোমবার নবান্নের বৈঠকে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য স্বাস্থ্য কমিশনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Recruitment in Health Department: স্বাস্থ্য ক্ষেত্রে কয়েক হাজার নিয়োগ, কোন পদে কত শূন্যপদ, রইল তালিকা
স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2022 | 6:29 PM

কলকাতা: রাজ্য তোলপাড় নিয়োগ দুর্নীতির অভিযোগে। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য ক্ষেত্রেও নিয়োগ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে নার্সের চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভও হয় স্বাস্থ্য ভবনে। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপর হল স্বাস্থ্য ভবন। শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।

দুদিন আগেই স্বাস্থ্য দফতরের নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্দেশ পালনে তৎপর হল স্বাস্থ্য কমিশন। ৭৮০০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নার্স, মেডিক্যাল অফিসার, জিডিএম‌ও সহ স্বাস্থ্য পরিষেবার একাধিক পদে নিয়োগ করতে চলেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগে সোমবার নবান্নের বৈঠকে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য স্বাস্থ্য কমিশনকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কমিশনের ঢিলেঢালা মনোভাব নিয়ে সমালোচনাও করেছিলেন তিনি। সেই বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা জানালেন চেয়ারম্যান সুদীপ্ত রায়।

২ ডিসেম্বর যে সব পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে-

১. স্টাফ নার্স গ্রেড টু (শূন্যপদ ৬০৯২)

২. সুপারিনটেনডেন্ট নন মেডিক্যাল গ্রেড টু (শূন্যপদ ২১)

৩. জিডিএম‌ও (শূন্যপদ ৭৫০)

৪. মেডিক্যাল অফিসার স্পেশালিস্ট (শূন্যপদ ৬৭৯)

৯ ডিসেম্বর যে সব পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে-

৫. সিনিয়র লেকচারার, গভর্মেন্ট কলেজ অব নার্সিং (শূন্যপদ ৪)

৬. প্রফেসর, গভর্মেন্ট কলেজ অব নার্সিং (শূন্যপদ ৫)

৭. রিডার, গভর্মেন্ট কলেজ অব নার্সিং (শূন্যপদ ১৪)

৮. সিনিয়র লেকচারার, গভর্মেন্ট কলেজ অব নার্সিং (শূন্যপদ ৩২)

৯. ক্লিনিকাল ইনস্ট্রাক্টর গভর্মেন্ট কলেজ অব নার্সিং (শূন্যপদ ১৪৬)

১৬ ডিসেম্বর যে সব পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে-

১০. ফুড সেফটি অফিসার (শূন্যপদ ২২)

১১. সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার (শূন্যপদ ৩২)

১২. সিনিয়র কেমিস্ট (শূন্যপদ ৩)

ইন্টারভিউয়ের পরে নিয়োগ তালিকা প্রকাশের অপেক্ষা রয়েছে যে সব পদের ক্ষেত্রে, সেগুলি হল, হোমিওপ্যাথি ফার্মাসিস্ট (শূন্যপদ ১৫১), লাইব্রেরিয়ান (শূন্যপদ ১২), ফুড সেফটি অফিসার (শূন্যপদ ৪৪), লেকচারার আয়ুষ (শূন্যপদ ২৬), রিডার গভর্মেন্ট কলেজ অব নার্সিং (শূন্যপদ ৭), প্রফেসর গর্ভমেন্ট কলেজ অব নার্সিং (শূন্যপদ ৭), মেডিক্যাল টেকনোলজিস্ট (শূন্যপদ ১৩২), মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড থ্রি (শূন্যপদ ১৬৪৭), ফিজিওথেরাপিস্ট (শূন্যপদ ৮), অ্যাসিস্ট্যান্ট সুপার (শূন্যপদ ৪৩), ডেন্টাল টেকনিসিয়ান (শূন্যপদ ১৯), অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (শূন্যপদ ৪২)।