West Central Railway: ভারতীয় রেলে কয়েকশো পদে নিয়োগ, কোন যোগ্যতায় মিলবে চাকরি?
West Central Railway: ভারতীয় রেলে চাকরির সুযোগ। ১৭ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।
রাজ্যের কর্মপ্রার্থীদের সামনে চাকরির বড় সুযোগ। কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ। মধ্য পশ্চিম রেলওয়ের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত এখানে জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:
মধ্য পশ্চিম রেলওয়ে (West Central Railway)
পদের নাম :
শিক্ষাণবীশ বা অ্যাপ্রেনটিস (Apprentice) পদে করা হবে নিয়োগ।
শূন্যপদের সংখ্যা:
২৫২ টি পদে করা হচ্ছে নিয়োগ।
নিয়োগস্থল:
দেশের বিভিন্ন জায়গায় করা হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে অন্ততপক্ষে মাধ্যমিক বা সমতুল্য কোনও পরীক্ষায় পাস করতে হবে প্রার্থীদের। এবং সেই পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে প্রার্থীদের। এর পাশাপাশি থাকতে হবে আইটিআই যোগ্যতা।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনের জন্য প্রার্থীয় বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
আবেদনমূল্য:
অনলাইনে আবেদনমূল্য জমা করতে হবে প্রার্থীদের। ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/ই-ওয়ালেটের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। সাধারণ ক্যাটাগরি বা ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের আবেদনমূল্য বাবদ দিতে হবে ১০০ টাকা করে। মহিলা প্রার্থী/ SC/ ST/ PwBD প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
মাধ্যমিক ও ITI পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনের শুরুর দিন:
১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন
আবেদনর শেষ তারিখ :
১৭ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন
এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন