Upper Division Clerk Recruitment 2025: নদিয়ায় কর্মখালি, চুক্তিভিত্তিক সরকারি চাকরির সুযোগ! কারা-কবে-কীভাবে আবেদন করবেন জেনে নিন সবটা
Nadia Jobs and Employment: নদিয়ার District Information and Cultural Office এবং Sub-Divisional Information and Cultural Office এ চাই নতুন লোক। ইতিমধ্যেই সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নেওয়া হবে আপার ডিভিশন ক্লার্ক।

মন্দার বাজারেও চাকরির খোঁজ এবার নদিয়ায়। নিয়োগ হবে রাজ্যের তথ্য ও সাংস্কৃতিক দফতরের অধীনে। নদিয়ার District Information and Cultural Office এবং Sub-Divisional Information and Cultural Office এ চাই নতুন লোক। ইতিমধ্যেই সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নেওয়া হবে আপার ডিভিশন ক্লার্ক। তবে পুরো নিয়োগ প্রক্রিয়াই হবে চুক্তির ভিত্তিতে। ইতিমধ্যেই নদিয়ার জেলা তথ্য ও সংস্কৃতি ডিভিশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
কারা করতে পারবেন আবেদন?
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে আগ্রহী চাকরিপ্রার্থীদের অবশ্যই অ্যাকাউন্ড, অডিট সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে বেসি কম্পিউটার অ্য়াপ্লিকেশনের উপরেও জ্ঞান থাকা আবশ্যক। তবে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাই।
বেতন কত?
সরকারি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য বলছে, পুরো নিয়োগটাই হবে চুক্তির ভিত্তিতে। এ বিষয়ে বিশদ তথ্যের জন্য www.nadia.gov.in ওয়েবসাইটি চেক করতে পারেন। চুক্তির ভিত্তিতে এই কাজে দেওয়া হচ্ছে প্রতি মাসে ১২ হাজার।
মোট কতগুলি কর্মখালি?
একটি পদেই আপার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
কীভাবে করবেন আবেদন?
১ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। আবেদনপত্রের সঙ্গে এক কপি সেলফ অ্যাটাটেস্ট করা পাসপোর্ট সাইজ ফোটোগ্রাফ থাকা বাধ্যতামূলক। আবেদনপত্র পাঠাতে হবে নদিয়ার District Information and Cultural অফিসে। আবেদনপত্রে অবশ্যই কোন পোস্টে আবেদন করছেন তা বড় বড় করে লিখে দিতে হবে। কোন ফরম্যাটে আবেদন করা যাবে তা দেখার জন্য আপনি যেতে পারেন www.egiyebangla.gov.in ওয়েবসাইটেও। 
