Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Elections 2022: প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিজেপি রাজ্য সম্পাদকের বাড়িতে ‘হামলা’ দলের কর্মীদের!

Bengal BJP: বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় একদল পদ্ম কর্মী বলে অভিযোগ। ঢিল ছোড়া থেকে শুরু করে গাড়ির কাচ ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। 

Municipal Elections 2022: প্রার্থী তালিকা ঘোষণার পরেই  বিজেপি রাজ্য সম্পাদকের বাড়িতে 'হামলা' দলের কর্মীদের!
আতান্তরে বিজেপি, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 2:36 PM

পশ্চিম মেদিনীপুর: সামনেই পুরভোট। তবুও থামানো যাচ্ছে না বিক্ষোভ। দলের অন্দরে কার্যত প্রার্থী তালিকা নিয়ে যে বিদ্রোহের চড়া সুর তাতে, কার্যত আতান্তরে বিজেপি (BJP)। ঝামেলা এড়াতে তাই নানারকম কৌশল অবলম্বন করছেন বিজেপি নেতৃত্ব। সোমবার রাত প্রায় পৌনে বারোটা নাগাদ ঘোষণা হয়েছে বিজেপি প্রার্থীর (BJP Candidate List) নাম। খড়গপুর পুরসভার প্রার্থী ঘোষণা করা হয়। এরপরেই রাত  দুটো নাগাদ  বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় একদল পদ্ম কর্মী বলে অভিযোগ। ঢিল ছোড়া থেকে শুরু করে গাড়ির কাচ ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ।

ঠিক কী হয়েছিল? বিজেপি রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের অভিযোগ, যেহেতু বিভিন্ন সময়ে প্রার্থী তালিকা নিয়ে বিরোধের সূত্রপাত হচ্ছে, তাই ঝামেলা এড়াতে নানাবিধ কৌশল অবলম্বন করেছে বিজেপি (BJP)। সোমবার  তাই রাতেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তারপরেই  রাত দুটো নাগাদ তুষারবাবুর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। খড়গপুরে যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব রয়েছে তা বরাবরই বেশ স্পষ্ট। এলাকার সাংসদ ও বিধায়কের মধ্যে কার্যত ‘আদায়-কাঁচকলায়’ সম্পর্ক বলেই কটাক্ষ করেন বিরোধীরা। দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের এই পরস্পরবিরোধীতা নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করেন অনেকে।

এদিকে, কার্যত খড়গপুরের প্রার্থী তালিকায় বড় চমক দিয়েছে পদ্ম শিবির। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হিরণ চট্টোপাধ্যায়। এ বারে খড়্গপুর পুরসভা নির্বাচনের প্রচার কমিটির আহ্বায়ক করা হয়েছে তাঁকে। কয়েক দিন আগেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে এসেছিলেন হিরণ। এদিকে, প্রার্থী তালিকা ঘোষণার পরেই এভাবে বিজেপি নেতার বাড়িতে হামলায় স্পষ্ট, বিজেপির অন্দরেও বিস্তর ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। যদিও খড়গপুরের সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ঘোষিত প্রার্থী তালিকা কোনওভাবেই আর বদল করা হবে না। যে তালিকা প্রকাশিত হয়েছে সেটিই চূড়ান্ত বলে জানিয়েছেন দিলীপ।

বিজেপি নেতার বাড়িতে দলেরই কর্মীদের হামলার ঘটনায় কটাক্ষ হেনেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপিতে আদি-নব্য  দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। পুরভোটেও তাই হচ্ছে। গোটা রাজ্যের মানুষ তা দেখছে। যদিও পাল্টা পদ্ম শিবিরের দাবি, দলের রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার ঘটনায় দলের কেউ যুক্ত নয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ভাঙচুর চালিয়ে সন্ত্রাস ছড়িয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তুষার।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা