‘মুকুল ঘরে ঢুকে গিয়েছেন’, জনপ্লাবন দেখে আত্মবিশ্বাসী কৌশানী
"আজকের মানুষের সমর্থন ও উন্মাদনা দেখে মুকুল রায় নিশ্চিত ঘরে ঢুকে গিয়েছেন। একমাত্র উন্নয়নের নাম মমতা ব্যানার্জি। আগামী পাঁচ বছর তাঁর হাত ধরেই রাজ্যে উন্নয়ন হবে।'' মন্তব্য তৃণমূল (TMC) প্রার্থী কৌশানীর
কৃ্ষ্ণনগর: একুশের ভোটে (West Bengal Assembly Election 2021) মুকুল রায় (Mukul Roy) কে প্রার্থী করে বড় চমক দিয়েছে বিজেপি (BJP)। দীর্ঘ ২০ বছর পরে তিনি নেমেছেন ভোটের ময়দানে। সেই দুঁদে রাজনীতিবিদকে নিশানা শানালেন সদ্য রাজনীতিতে আসা তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখার্জি (Koushani Mukherjee)। বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে তাঁর মন্তব্য, “আজকের মানুষের সমর্থন ও উন্মাদনা দেখে মুকুল রায় নিশ্চিত ঘরে ঢুকে গিয়েছেন।”
এদিন কৃষ্ণনগর জেলা প্রশাসন দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান তৃণমূলের তারকা প্রার্থী। তার আগে কৃষ্ণনগর শহরে মিছিল করেন নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার কৌশানী। তারকা প্রার্থীর মনোনয়নপত্র দেওয়া ও মিছিল ঘিরে তৃণমূল প্রার্থীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেই উন্মাদনা দেখেই উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, “একমাত্র উন্নয়নের নাম মমতা ব্যানার্জি। আগামী পাঁচ বছর তাঁর হাত ধরেই রাজ্যে উন্নয়ন হবে।” এরপরেই জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী কৌশানি বলেন কর্মী-সমর্থকদের উন্মাদনা দেখে মুকুল রায় নিশ্চিতভাবে ঘরে ঢুকে গিয়েছেন। পাশাপাশি তিনি যোগ করেন তারকার গ্ল্যামার সরিয়ে রেখে রাজনীতির ময়দানে এসেছেন তিনি। কৃষ্ণনগরের মানুষ, ধুলোবালির সঙ্গে তিনি মিশে গিয়েছেন, বলেন কৌশানী।
প্রসঙ্গত, মঙ্গলবারই মুকুলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হালিশহরের ছেলে মুকুলকে কেন বিজেপি কৃষ্ণনগর পাঠিয়ে দিল তা নিয়ে কটাক্ষ করতে শোনা গিয়েছে মমতাকে। মুকুলকে বেচারা বলে মমতা বলেছেন, “মুকুল বেচারা থাকে কাঁচরাপাড়ায়। বারাকপুর, জগদ্দল, ভাটপাড়া এটা ওর নিজের এলাকা। (মুকুলকে) পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে!” সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুকুল রায়ের তুলনা টানেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ভোট আবহে মমতার এই মন্তব্য আসলে বিজেপিকে চাপে রাখার কৌশল। এই প্রেক্ষিতে সদ্য রাজনীতিতে আসা তারকা প্রার্থী কৌশানিও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুকুল রায়কে। যদিও এ নিয়ে এ পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি মুকুল রায়ের।
প্রসঙ্গত, ২০০১ সালে মুকুল রায় জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। তারপর আর নির্বাচনে লড়েননি তিনি। আবার ২০ বছর পরে মুকুল রায় এবার বিজেপি-র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে।
আরও পড়ুন: ‘বেচারা মুকুল শুভেন্দুর মতো এত খারাপ না’, মমতা কেন এ কথা বললেন?
মুকুল রায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বহু চর্চিত নাম। তিনি সেই ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্টের বিধায়ক ভাঙিয়ে তৃণমূলে এনেছিলেন। আবার বিজেপিতে যোগ দিয়েও তৃণমূলের গড়ে ভাঙন ধরিয়েছেন মুকুল। এখন দেখার এবারের ভোটের লড়াইয়ে মুকুল জয় পান কিনা।