১১ মে একটি বিশেষ দিন বিক্রম চট্টোপাধ্যায়ের জীবনে, কেন জানেন?

বিক্রম এই মুহূর্তে একটি নন ফিকশন শো-এর শুটিং করছেন। তিনি জানান বেশ কিছু ওয়েব সিরিজ এবং সিনেমার কথা চলছে। তবে করোনা পরিস্থিতিতে এখনও কোনও কিছুই ফাইনাল হয়নি।

১১ মে একটি বিশেষ দিন বিক্রম চট্টোপাধ্যায়ের জীবনে, কেন জানেন?
বিক্রম চট্টোপাধ্য়ায়
Follow Us:
| Updated on: May 11, 2021 | 6:49 PM

বিক্রম চট্টোপাধ্যায়। টেলিভিশন জগতে তিনি সুপারস্টার। তবে সিনেমাতেও তিনি দাপিয়ে কাজ করেন। ‘মেঘনাধ বধ রহস্য’, ‘সাহেব বিবি গোলাম’, ‘খোঁজ’, ‘বেডরুম’ একের পর এক ভাল ভাল ছবিতে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তাঁর ‘তানসেনের তানপুরা’ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিক্রমের কাছে এই ১১ মে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁর কাছে স্পেশ্যাল। কেন জানেন?

বিক্রম সোশ্যাল মিডিয়ায় পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ‘এলার চার আধ্যায়’-এর ট্রেলার পোস্ট করে তিনি লিখেছেন “আমার জীবনের বিশেষ দিন।” কেন তিনি এমন লিখলেন? ‘এলার চার আধ্যায়’ ছিল বিক্রমের ডেবিউ ছবি। পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিক্রমের সিনেমা জগতে প্রবেশ। ২০১২ সালে ১১ মে রিলিজ করেছিল ‘এলার চার আধ্যায়’। বিক্রমের প্রথম ছবি। স্বাভাবিকভাবে এই দিনটা তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেমন ছিল সেই অভিজ্ঞতা? বিক্রম বললেন, “আমার তখন বয়স বেশ অল্প। আমার ওপর যে বাপ্পাদার মত অত বড় মাপের পরিচালক ভরসা করেছিলেন, সেটাই আমার কাছে অনেক। বাপ্পাদার কাছে আমার ঋণের কোনও শেষ নেই। আমি ওঁর কাছে কৃতজ্ঞ। বাপ্পাদার হাত ধরেই আমি আন্তর্জাতিক সিনেমা দেখতে শিখি। তার আগে তো আমি বাংলা আর বলিউড ছাড়া কিছু দেখতাম না। বাপ্পাদা আমায় বিশ্বসিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বাপ্পাদার বাড়িতে প্রচুর ডিভিডির কালেকশন। আমি প্রায় বাপ্পাদার বাড়ি গিয়ে সেই সব ছবি দেখতাম। ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম। তবে উনি কিছুতেই ডিভিডি বাড়িতে নিয়ে যেতে দিতেন না। ‘এলার চার আধ্যায়’ করতে গিয়ে আমার সামনে বিশ্বসিনেমার দরজা খুলে গিয়েছিল।”

আরও পড়ুন:‘রাধে…’ মুক্তির দুই দিন আগে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন!

বিক্রম এই মুহূর্তে একটি নন ফিকশন শো-এর শুটিং করছেন। তিনি জানান বেশ কিছু ওয়েব সিরিজ এবং সিনেমার কথা চলছে। তবে করোনা পরিস্থিতিতে এখনও কোনও কিছুই ফাইনাল হয়নি।