বিমানবন্দরে ঝামেলা, পানশালায় মহিলার হাতে চড়, একাধিক বিতর্কে জড়িয়েছেন আদিত্য নারায়ণ

আদিত্যর জীবনে সেরা পাঁচ বিতর্ক এক ঝলকে দেখে নিন।

| Updated on: May 26, 2021 | 11:49 PM
জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি তাঁর। বরং টাকার জন্য বাধ্য হয়ে চ্যানেলের কথা অনুযায়ী গান ভাল না লাগলেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করেছিলেন। আদিত্য পাল্টা বলেছিলেন, “অমিতজিকে সম্মান করেই বলছি, দু’ঘণ্টার মধ্যে একজন কিংবদন্তীকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা দমনে অল্প সদস্য নিয়ে শুট করছি। অল্প রিহার্সালের সুযোগ পেয়েছি। "

জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ কিশোর কুমার স্পেশ্যাল এপিসোডে বিচারক হিসেবে উপস্থিত হওয়া কিশোর পুত্র অমিত কুমার সংবাদমাধ্যমকে বলেছিলেন, প্রতিযোগীদের গান একেবারেই ভাল লাগেনি তাঁর। বরং টাকার জন্য বাধ্য হয়ে চ্যানেলের কথা অনুযায়ী গান ভাল না লাগলেও তিনি প্রতিযোগীদের প্রশংসা করেছিলেন। আদিত্য পাল্টা বলেছিলেন, “অমিতজিকে সম্মান করেই বলছি, দু’ঘণ্টার মধ্যে একজন কিংবদন্তীকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা দমনে অল্প সদস্য নিয়ে শুট করছি। অল্প রিহার্সালের সুযোগ পেয়েছি। "

1 / 5
ইন্ডিয়ান আইডলের ১১ সিজনে নেহা কক্করের সঙ্গে তাঁর ভুয়ো বিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিয়ান আইডলের ১১ সিজনে নেহা কক্করের সঙ্গে তাঁর ভুয়ো বিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়ায়।

2 / 5
সূত্র বলছে, এক পানশালায় একজন মহিলা আদিত্যকে চড় কষিয়ে দেন। ২০১১তে ঘটে ঘটনাটি। তবে আদিত্য এ বিষয়ে কোনও মুখ খোলেননি।

সূত্র বলছে, এক পানশালায় একজন মহিলা আদিত্যকে চড় কষিয়ে দেন। ২০১১তে ঘটে ঘটনাটি। তবে আদিত্য এ বিষয়ে কোনও মুখ খোলেননি।

3 / 5
ইন্ডিয়ান আইডলের এপিসোড চলাকালীন  আলিবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সঞ্চালক আদিত্য নারায়ণ। প্রতিযোগী সাওয়াই ভাটকে বলেন – তাঁর কী মনে হয়, তিনি আলিবাগ থেকে এসেছেন? আর আদিত্যর এই মন্তব্যেই ক্ষোভ প্রকাশ করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সদস্যরা। পরে যদিও ক্ষমা চেয়ে নেন আদিত্য।

ইন্ডিয়ান আইডলের এপিসোড চলাকালীন আলিবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সঞ্চালক আদিত্য নারায়ণ। প্রতিযোগী সাওয়াই ভাটকে বলেন – তাঁর কী মনে হয়, তিনি আলিবাগ থেকে এসেছেন? আর আদিত্যর এই মন্তব্যেই ক্ষোভ প্রকাশ করেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সদস্যরা। পরে যদিও ক্ষমা চেয়ে নেন আদিত্য।

4 / 5
২০১৭ সালে বিমানবন্দরে লাগেজ নিয়ে কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান আদিত্য। এক কর্মীকে হুমকি দিতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমেও।

২০১৭ সালে বিমানবন্দরে লাগেজ নিয়ে কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান আদিত্য। এক কর্মীকে হুমকি দিতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটমাধ্যমেও।

5 / 5
Follow Us: