AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনেতা নীলের নতুন গান আসছে পুজোতে, তাঁর সঙ্গে কে থাকছেন?

অভিনেতা ও গায়ক নীল ভট্টাচার্য এই দুর্গাপুজোতে দর্শকদের মন জয় করতে তৈরি তাঁর নতুন গান নিয়ে।  হ্যাশট্যাগ পুজো মুক্তি পাবে ১৮ই সেপ্টেম্বর। এই গানের মিউজিক ভিডিওতে নীল ভট্টাচার্যর সঙ্গে রয়েছেন ঈশা উপাধ্যায়, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। গানটির সুর দিয়েছেন অভিজ্ঞ সঙ্গীত পরিচালক গ্রুভ ভাই, যিনি আন্তর্জাতিক পপ বিটের সঙ্গে দুর্গাপুজোর ছন্দ মিলিয়ে তৈরি করেছেন এক সাউন্ডস্কেপ।

অভিনেতা নীলের নতুন গান আসছে পুজোতে, তাঁর সঙ্গে কে থাকছেন?
| Edited By: | Updated on: Sep 17, 2025 | 8:57 AM
Share

অভিনেতা ও গায়ক নীল ভট্টাচার্য এই দুর্গাপুজোতে দর্শকদের মন জয় করতে তৈরি তাঁর নতুন গান নিয়ে।  হ্যাশট্যাগ পুজো মুক্তি পাবে ১৮ই সেপ্টেম্বর। এই গানের মিউজিক ভিডিওতে নীল ভট্টাচার্যর সঙ্গে রয়েছেন ঈশা উপাধ্যায়, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। গানটির সুর দিয়েছেন অভিজ্ঞ সঙ্গীত পরিচালক গ্রুভ ভাই, যিনি আন্তর্জাতিক পপ বিটের সঙ্গে দুর্গাপুজোর ছন্দ মিলিয়ে তৈরি করেছেন এক সাউন্ডস্কেপ।

এই গান নিয়ে নীল ভট্টাচার্য বললেন, “এই গানের সবচেয়ে রোমাঞ্চকর দিক হল, আমি নিজে গানটি গেয়েছি! দুর্গাপুরে গানের শুটিং করেছি আমরা। পুরো অভিজ্ঞতাই ছিল দারুণ ও স্মরণীয়। আমি আশাবাদী সবাই এই জেন জি ও মিলেনিয়ালদের মেলবন্ধনের দুর্গাপুজোর অ্যান্থেমের সঙ্গে একাত্ম বোধ করবেন।”

গ্রভ ভাইয়ের বক্তব্য, “এটা শুধুমাত্র একটি গান নয়, এটি একটি ইয়ুথ অ্যান্থেম — যেখানে দুর্গাপুজোর স্পিরিট মিশেছে ইন্টারন্যাশনাল পপ-এর সঙ্গে। এটি প্রমাণ করে আজকের প্রজন্ম মা-কে স্মরণ করতে পারে গ্লোবাল বিট, ফ্রেশ এনার্জি, এবং এমন এক সাউন্ড দিয়ে যা আধুনিক হলেও শিকড়ের সঙ্গে যুক্ত।” মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরুণিম দাস পুরকায়স্থ। লক্ষণীয় বাংলা ধারাবাহিকে কাজের পর কয়েক দিনের বিরতি নিয়েছিলেন নীল। তিনি মুম্বই শহরে থাকছিলেন। তবে এখন আবার কলকাতায় তিনি।

মধুমিতা সরকারের সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র কাজ শুরু করেছেন তিনি। সেখানে মধুমিতার চরিত্র ঝিল গান করে। এসব গান মধুমিতা গাইছেন নিজেই। আবার নীলের নতুন গানও আসছে পুজোতে।