৫০-এ পা যশ রাজ ফিল্মসের, একঝাঁক পরিকল্পনা আদিত্য চোপড়ার
এ বছর ৫০-এ পা দিচ্ছে দেশের অন্যতম সেরা প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। স্বাভাবিক ভাবেই সাজো সাজো রব যশ রাজ পরিবারে। গোল্ডেন জুবিলি বলে কথা! এক ঝাঁক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আদিত্য চোপড়া।
এ বছর ৫০–এ পা দিচ্ছে দেশের অন্যতম সেরা প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। স্বাভাবিক ভাবেই সাজো সাজো রব যশ রাজ পরিবারে। গোল্ডেন জুবিলি বলে কথা! একঝাঁক পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আদিত্য চোপড়া।
পরিচালক যশ চোপড়া ১৯৭০ সালে যশ রাজ ফিল্মস তৈরি করেছিলেন। যশ চোপড়া প্রথমে দাদা বি আর চোপড়ার সহ–পরিচালক হিসাবে কাজ করতেন। পরে বি আর চোপড়ার ব্যানারে পাঁচটি ছবি পরিচালনা করেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দাদার ছত্রছায়া থেকে বেরিয়ে এসে তিনি নিজেই খুলে ফেলেন প্রযোজনা সংস্থা। আর আজ এই যশ রাজ ফিল্মস ভারতীয় সিনেমার মহীরুহ। ছবি প্রযোজনা থেকে শুরু করে দেশে–বিদেশে ছবি ডিস্ট্রিবিউশন, পোস্ট প্রোডাকশন স্টুডিয়ো, মার্কেটিং—সিনেমার সব ঘাটে নোঙর ফেলেছে এই সংস্থা। দেশের তাবড় তাবড় অভিনেতা–অভিনেত্রী,পরিচালকরা মুখিয়ে থাকেন এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে।
যশ চোপড়া মারা যাবার পর ছেলে আদিত্য চোপড়া সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বছর জুড়ে গোল্ডেন জুবিলি পালন করার পরিকল্পনা নিয়েছেন আদিত্য। তারওপর সুখের খবর ভারতীয় সরকার ১০০ শতাংশ দর্শাকাসন নিয়ে সিনেমা হলগুলো খোলার ছাড়পত্র দিয়েছে। আদিত্য কীভাবে সেলিব্রেট করবেন সুবর্ণ জয়ন্তী বছর? ইন্ডাস্ট্রি থেকে পাওয়া খবর এই বছর নতুন পাঁচটা ছবিই রিলিজ করার পরিকল্পনা করছে যশ রাজ ফিল্মস। ‘পৃথ্বীরাজ’, ‘সামশেরা’, ‘বাল্টি বাবলি ২’, ‘জয়েশভাই জোরদার’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’— এই পাঁচটা ছবিই সিনেমা হলে রিলিজ করার পরিকল্পনা করেছেন আদিত্য চোপড়া। অতিমারির সময়ে বড় বড় সব ছবি ওটিটি প্ল্যাটর্ফমে রিলিজ করার জন্য বড়সড় ক্ষতির মুখে পড়েছে সিনেমাহলগুলো। সিনেমাহল মালিকদের কথা ভেবেই এই সুবর্ণ জয়ন্তীতে আদিত্য ঠিক করেছেন পাঁচটি ছবিই উনি হলে রিলিজ করবেন। অবশ্য শুধু ছবি রিলিজেই আটকে থাকছে না ৫০ বছর উদযাপন। থাকছে আরও চমক। তবে কী সেই চমক তা নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন আদিত্য। সেই চমকের খবর ক্রমশ প্রকাশ্য।
View this post on Instagram
এই মুহূর্তে শাহরুখ খানকে নিয়ে ‘পাঠান’ এবং ভিকি কৌশলকে নিয়ে আরও একটি ছবি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস।