‘এই বার বুঝলাম বাবা…’, সন্তানের ছবি শেয়ার করে কী লিখলেন অঙ্কুশ
Ankush Hazra: ভক্তদের মজার মজার পোস্ট উপহার দেওয়া তাঁদের নিত্য দিনের ব্যপার। কখনও সাংসারিক খুনসুটি, কখনও আবার যে কোনও বিশেষ দিনে বিশেষ বার্তা থাকে সকলের জন্যে। এবার সন্তানের ছবি শেয়ার করলেন অঙ্কুশ। বাবা হয়েছেন তিনি অনেক দিন আগেই।
অঙ্কুশ হাজরা। টলিউডের বর্তমানে ব্যস্ততম অভিনেতা। যাঁকে নিয়ে নিত্যদিন চর্চা থাকে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। একের এপ এক পোস্ট তিনি করে থাকেন ভক্তদের জন্যে। বাড়ির অন্দরমহলের অধিকাংশ খবরই তাই রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়ে থাকে। ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ দুজনেই বেশ মজার মানুষ। ভক্তদের মজার মজার পোস্ট উপহার দেওয়া তাঁদের নিত্য দিনের ব্যপার। কখনও সাংসারিক খুনসুটি, কখনও আবার যে কোনও বিশেষ দিনে বিশেষ বার্তা থাকে সকলের জন্যে। এবার সন্তানের ছবি শেয়ার করলেন অঙ্কুশ। বাবা হয়েছেন তিনি অনেক দিন আগেই।
এবার তাঁর সেই পোষ্য সন্তান সারমেয়র একটি মজার ভিডিয়ো শেয়ার করলেন তিনি। টিভির পর্দায় চলছে অঙ্কুশের গান। মন দিয়ে সেই নাচ দেখে চলেছে ছোট্ট টপু (সারমেয়টির নাম)। অঙ্কুশ সেই ভিডিয়ো শেয়ার করে মজার ছলে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, সারমেয়টি ঠিক তখন কী ভাবছিল…। অঙ্কুশের কথায়,’ এই বার বুঝলাম বাবা কী করে…’। যা ক্যাপশনে লিখে স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি।
View this post on Instagram
এই মজার পোস্ট দেখে নানা জনের নানা মত চোখে পড়ল। কেউ লিখলেন, সারমেয়টিও অবাক হয়ে গিয়েছে, কে আসল, সামনে যে আছে সে, না যে টিভির পর্দায় আছে সে। আবার কেউ লিখলেন, ওরে বাবা, কি চুপচাপ বসে দেখছে। যদিও একশ্রেণি অপেক্ষায় কেবল মির্জা ছবির। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অঙ্কুশের লুক। তবে কবে ছবির পরবর্তী আপডেট আসবে, সেই অপেক্ষাতেই ভক্তরা। অনেকেই মুখিয়ে রয়েছেন অঙ্কুশের আগামী ছবির জন্য। এক শ্রেণির মত, অঙ্কুশের কেরিয়ারে মাইল স্টোন হতে চলেছে এই ছবি।