Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ম্যাজিক’-এর পর অঙ্কুশ ফের জুটি বাঁধছেন রাজা চন্দের সঙ্গে

ছবির বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে গোটা টিম। এখনই কেউ এই নিয়ে কিছু বলতে চায় না। তবে ছবির প্রযোজক সুমন সেনগুপ্ত শুধু জানিয়েছেন একটা সত্য ঘটনার অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।

‘ম্যাজিক’-এর পর অঙ্কুশ ফের জুটি বাঁধছেন রাজা চন্দের সঙ্গে
অঙ্কুশ
Follow Us:
| Updated on: May 11, 2021 | 11:20 AM

কয়েক মাস আগে রিলিজ করেছিল অঙ্কুশের ‘ম্যাজিক’। যথেষ্ট সাড়া ফেলেছিল এই ছবি। অঙ্কুশ একজন ম্যাজিশিয়ানের ভূমিকায় অভিনয় করেছিলেন। রাজা চন্দ তাঁর ঘরানা থেকে অনেকটাই বেড়িয়ে এই ‘ম্যাজিক’ বানিয়েছিলেন। ছবিটি মানুষের মন ছুঁয়ে ছিল। রাজা চন্দ এবং অঙ্কুশ ফের আরও একবার জুটি বাঁধছেন। এই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ জানিয়েছেন।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

পরিচালক রাজা চন্দ,প্রযোজক সুমন সেনগুপ্ত , রক্তিম চট্টোপাধ্য়ায় এবং অঙ্কুশ ‘ম্যাজিক’-এর পর ফের তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন। পরিচালক এবং প্রযোজকের সঙ্গে ছবি দিয়ে অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ ফের একসঙ্গে কাজ করছি ‘ম্যাজিক’-এর পর, খুব শীঘ্রই নতুন কনসেপ্ট এবং একটা বড় ছবির কথা ঘোষণা করতে চলেছি।” সোশ্যাল মিডিয়ায় এইটুকু জানিয়েই মুখে কুলুপ এঁটেছে অঙ্কুশ। ছবি নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এখনই ছবি নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না। প্রথমিকভাবে কথা হয়েছে। কিন্তু কী নিয়ে ছবি, আমার চরিত্র কী তা নিয়ে বলার মত সময় এখনও আসেনি। আর একটু পাকাপোক্ত হোক,জানাব। শুধু এটুকু বলতে পারি ‘ম্যাজিক’-এর মতই এই ছবিও মেনস্ট্রিম এবং রিয়্যালিস্টিক ছবির মিশেল। ”

আরও পড়ুন:প্রয়াত অভিনেতার প্রথম ওয়েব সিরিজ! সৌমিত্র ‘ম্যাজিক’ এবার ওটিটিতে

ছবির বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে গোটা টিম। এখনই কেউ এই নিয়ে কিছু বলতে চায় না। তবে ছবির প্রযোজক সুমন সেনগুপ্ত শুধু জানিয়েছেন একটা সত্য ঘটনার অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। তিনি বলেন, “২০২১-এ এসেও কুসংস্কার-মুক্ত কিন্তু এখনও আমরা হতে পারিনি। বিশেষ করে গ্রামের মানুষদের মধ্যে এখনও অনেক অন্ধবিশ্বাস আছে। এই ছবির গল্প গ্রামের এক অন্ধবিশ্বাসকে ঘিরে। এরকমই এক অন্ধবিশ্বাসের ঘটনায় জড়িয়ে পড়ে ছবির নায়ক। তিনি কীভাবে সেই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসছেন সেই নিয়েই ছবির গল্প।” ছবির নামও এখনও কিছু ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে ছবির নাম ‘ডাইনি’ হলেও হতে পারে।

‘ম্যাজিক’-এ অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধেছিল তাঁর ‘রিয়্যাল লাইফের’ হিরোইন ঐন্দ্রিলা। ‘ম্যাজিক’- ই ছিল ঐন্দ্রিলার প্রথম বড় পর্দার কাজ। তবে এই ছবিতে অঙ্কুশের বিপরীতে কে তা নিয়ে কেউ কিছু বলতে চাননি। তবে শোনা যাচ্ছে কোনও নতুন মেয়েকেই এই চরিত্রের জন্য ভাবা হচ্ছে। এখন করোনা পরিস্থিতি বেশ আশঙ্কাজনক। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে ছবি ফ্লোরে যাবে বলে আশা করা হচ্ছে

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'