ঠিক যেন সিনেমার প্লট! মেয়ের প্রাইভেসি রক্ষার্থে অভিনব পন্থা বিরাট-অনুষ্কার
এ যেন ঠিক মোঘলি আর বাঘিরার গল্প। প্লটটা অনেকটাই এক। শুধু চরিত্রগুলো আলাদা।
এ যেন ঠিক মোঘলি আর বাঘিরার গল্প। প্লটটা অনেকটাই এক। শুধু চরিত্রগুলো আলাদা। মোঘলি হল অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির সদ্যোজাত আর অন্যদিকে বাঘিরা আপামর প্যাপ দুনিয়া (পাপারাৎজি)।
দিন দুয়েক আগে জন্ম হয়েছে বিরুষ্কার সন্তানের। পাপারাৎজি হন্যে হয়ে ঘুরেছে তার এক ঝলক পাওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই দু’দিনেই ঘুরে বেড়াচ্ছে সদ্যোজাতর একাধিক ফেক ছবি। ওদিকে বাবা-মাও নাছোড়বান্দা। লাইমলাইটের আলো এখন কিছুতেই মেয়ের গায়ে লাগতে দিতে চান না তাঁরা। পাপারাৎজির ফ্ল্যাশলাইটের ঝলকানি থেকে সদ্যোজাতকে সরিয়ে রাখতে চান বহু দূরে। আর সে জন্যই এ বার এক অভিনব পন্থা নিলেন ওই সেলেব জুটি। চকোলেট, মিষ্টি পাঠিয়ে মিডিয়া হাঊজগুলোকেই অনুরোধ করলেন, তাঁদের মেয়ের প্রাইভেসি রক্ষার দায়িত্ব মিডিয়ারই।
View this post on Instagram
বুধবারই মুম্বইয়ের একাধিক মিডিয়া হাউজে উপহার পাঠিয়ে এক ছোট্ট চিরকুটে বিরুষ্কা লেখেন, “আমাদের সন্তানের প্রাইভেসি রক্ষা করতে আপনাদের সাহায্য খুবই দরকার। আপনাদের কথা দিচ্ছি আমাদের নিয়ে যা যা কনটেন্ট আপনাদের প্রয়োজন তার যোগান আপনাদের দেব ঠিক। কিন্তু আমাদের সন্তান রয়েছে এমন কোনও কনটেন্ট আপনারা নিজে থেকে সম্প্রচার করবেন না। কথা দিন”। ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া হাউজ বিরুষ্কার এই অনুরোধে সাড়া দিয়েছে। সেলেব জুটির অমতে তাঁদের মেয়ের কোনও ছবি বা খবর ছাপা হবে না বলেই কথা দিয়েছে তারা।
মেয়ের আগমনের কথা বিরাট নিজেই জানিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া থেকে। না, সেদিন থেকে এখনও পর্যন্ত মেয়ের কোনও ছবি পাবলিক করেননি তাঁরা। বরং মেয়ের জন্মের খবর জানানোর পাশপাশি বিরাট লিখেছিলেন, “আশা করব আপনারা সবাই এই সময়টা আমাদের প্রাইভেসি রক্ষা করবেন।” এ প্রসঙ্গে ওই দিনই টিভিনাইন বাংলা কথা বলেছিল সাইবার আইন বিশেষজ্ঞ রাজর্ষি রায়চৌধুরির সঙ্গে। রাজর্ষির কথায়, “ধরুন, চোরকে ডেকে বললাম, তোমার উপর আমার অগাধ ভরসা, তুমি চুরি করবে না। চোর তাহলে চুরির আগে দু’বার ভাববে। তেমনই নেট নাগরিকদের বলা আপনারা আমাদের ব্যক্তিগত মুহূর্তকে গুরুত্ব দেবেন, এটা আশা করছি… উল্টো দিক থেকে দেওয়া একটা চাপ। তো বটেই।” আর এই ‘চাপ’ দিয়েই রীতিমতো ছক্কা হাঁকালেন সেলেব দম্পতি। ওই যে প্রথমেই বলা হয়েছিল ঠিক যেন মোঘলি আর বাঘিরার গল্প। শের খানদের এন্ট্রিই নেই সেখানে।
View this post on Instagram